আবারও ছোট পর্দায় জুটি বাঁধছেন বিক্রম-ঐন্দ্রিলা! কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?

আবারও ছোট পর্দায় জুটি বাঁধছেন বিক্রম-ঐন্দ্রিলা! কোন ভূমিকায় দেখা যাবে তাঁদের?

রাজ্য/STATE
Spread the love


শম্পালী মৌলিক: দীর্ঘ দেড় দশকের বন্ধুত্ব তাঁদের। ছোট পর্দায় তাঁদের জুটি হিসাবেও দেখেছেন দর্শক। হয়ে উঠেছিলেন পছন্দের জুটি। তাঁরা আর কেউ নন টলিপাড়ার জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। তাঁদের শেষ দেখা গিয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। এরপর আর পর্দায় তাঁরা জুটি বাধেননি ঠিকই তবে তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে। এবার ফের পর্দায় ফিরছেন তাঁরা। কোথায় দেখা যাবে আবারও বিক্রম ও ঐন্দ্রিলাকে?

ছোট পর্দায় নতুন রিয়ালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে তাঁদের। এই শো-এর সঞ্চালনা করবেন বিক্রম ও ঐন্দ্রিলা। জি বাংলার নতুন রিয়ালিটি শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করতে দেখা যাবে এবার তাঁদের দু’জনকে। ছোট পর্দায় ঐন্দ্রিলার সঙ্গে এই প্রত্যাবর্তন সম্পর্কে কতখানি উচ্ছ্বসিত বিক্রম তা জানতেই অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই নতুন জার্নি নিয়ে জানতে চাইলে অভিনেতা বলেন, “একটা রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করছি আমরা। এটা জি বাংলার নতুন একটি রিয়ালিটি শো। এটি একটি ‘কাপল গেম শো’। বিভিন্ন রকম মজার খেলা।”

মূলত জুটির লড়াই দেখা যাবে এই শোয়ে। উল্লেখ্য, দর্শকের দরবারে পৌঁছানোর এক অনন্য মাধ্যম টেলিভিশন। বহু বছর আগে এই টেলিভিশন শোয়ের হাত ধরেই প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল বিক্রম ও ঐন্দ্রিলার রসায়ন। এরপর পর্দায় আর একসঙ্গে ধরা না দিলেও তাঁদের সেই ম্যাজিক আজও সকলের কাছে এক আলাদা জায়গা ধরে রেখেছে। ফের এই জুটিকে সেই ভালোবাসা দর্শক কীভাবে উজাড় করে দেন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *