সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে আবর্জনার ফেলার গাড়ি থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অনুমান করা হচ্ছে ওই মহিলার বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। তবে এখনও ওই মহিলার নাম, পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাত ১ টা থেকে ৩ টের দিকে অটোয় করে এক ব্যক্তি এসে ওই বস্তাটি আবর্জনার গাড়িতে ফেলে দিয়ে যায়। পরে ওই বস্তার মুখ খুলে দেখা যায় হাত, পা বাঁধা অবস্থায় মহিলার দেহ রয়েছে।
বেঙ্গালুরুর যুগ্ম পুলিশ কমিশনার সি ভামসি কৃষ্ণ জানিয়েছেন, রাত ১টা থেকে ৩টার মধ্যে আবর্জনার ট্রাকে বস্তাটি ফেলে দেওয়া হয়েছিল। মহিলার হাত ও পা বাঁধা ছিল এবং দেহটি একটি বস্তায় ছিল। পুরকর্মীরা পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করা হয়। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কয়েক সপ্তাহ আগেই বেঙ্গালুরুতে ৩৩ বছর বয়সী এক বিবাহিত মহিলার মর্মান্তিক খুনের ঘটনা সামনে এসেছিল। দুই সন্তানের মা ওই তরুণীকে ছুরি মেরে হত্যা করা হয়েছিল। এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কের জেরেই ওই তরুনীকে খুন হতে হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এরই মধ্যে আরও এক মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হল বেঙ্গালুরুতে। এই ঘটনার পর সে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন