সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে কামব্যাক টাইগারদের! শ্রীলঙ্কার বিরুদ্ধে দুঃসহ হারের যন্ত্রণা ভুলে আফগানদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের। ৮ রানে এই জয়ের ফলে চলতি বছরের টুর্নামেন্টে এখনও টিকে রইলেন লিটন দাসরা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে বাংলাদেশ। প্রথম উইকেটের জুটিতেই ৬৩ রান তোলেন টাইগাররা। এক প্রান্তে ৩১ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু অপরপ্রান্তে ৩০ রান করে সইফ হাসান আউট হওয়ার পরই রানের গতি কমতে থাকে। মাঝের দিকে তৌহিদ হৃদয় ২৬ রান করলেও ফিনিশাররা তেমন দাগ কাটতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে যে রানটা ১৮০ হতে পারত, সেটাই দাঁড়ায় ৫ উইকেটে ১৫৪-তে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী করেন আফগানরা। প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন সেদিকুল্লা অটল। মাত্র ১৮ রানে ২ উইকেট খোয়াই আফগানরা। বস্তুত নিয়মিত সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকেন রশিদ খানরা। ওপেনার গুরবাজ লড়াই করলেও আফগান টপ অর্ডার ব্যর্থ হয়। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম এদিন আফগান টপ অর্ডারকে নাস্তানাবুদ করে দেন। শেষ দিকে ওমরজাই এবং রশিদ খানিকটা লড়াইয়ে ফেরান আফগানদের। যদিও শেষ পর্যন্ত তাঁদের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। বাংলাদেশ ৮ রানে ম্যাচ জিতে যায়।
এই কষ্টার্জিত জয়ের ফলে এশিয়া কাপের সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ। যদিও সুপার ফোরে যাওয়ার জন্য তাঁদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের দিকে। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বা আফগানিস্তান বিরাট ব্যবধানে জিতলে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে। অন্যদিকে এই হারের ফলে শেষ ম্যাচটা রশিদ খানদের জন্য মরণ-বাঁচন ম্যাচে পরিণত হল। সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে তাঁদের।