সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ শুরু হতে আর একসপ্তাহ বাকি নেই। ভারত ছাড়াও পাকিস্তানকে টুর্নামেন্টের ‘ফেভারিট’ ধরা হচ্ছে। কিন্তু আফগানিস্তানও যে প্রবল টক্কর দিতে প্রস্তুত, তা প্রমাণ করে দিলেন রশিদ খানরা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সলমন আলি আঘার পাক বাহিনীকে ১৮ রানে হারিয়ে দিলেন রশিদ খানরা। যা দেখে অনেকেরই প্রশ্ন, এশিয়া কাপ ট্রফির লড়াইয়ে হয়তো ভারতের ‘প্রধান’ প্রতিপক্ষ আফগানিস্তানই।
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান ও আফগানিস্তান একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছে। মঙ্গলবার শারজায় মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান। প্রথমে ব্যাট করে আফগানরা তোলে ১৬৯ রান। সিদিকুল্লাহ অটল ৬৪ ও ইব্রাহিম জাদরান ৬৫ রান করেন। তবে পাকিস্তানের ফাহিম আশরাফ ২৭ রান দিয়ে ৪ উইকেট তোলেন।
রান তাড়া করতে নেমে আফগানিস্তানের আঁটসাঁট বোলিংয়ের সামনে পড়েন সাইম আয়ুবরা। ফখর জামান থেকে মহম্মদ নওয়াজ, কেউই সেভাবে রান পাননি। চারজন আফগান স্পিনার ২টি করে উইকেট পান। দলগত পারফরম্যান্সে পাকিস্তানকে তারা আটকে ফেলেন ১৫১ রানে। শেষের দিকে হ্যারিস রাউফ ১৬ বলে ৩৪ রান না করলে, সেটাও উঠত না। শেষ পর্যন ১৮ রানে জেতেন রশিদ খানরা। এই ম্যাচে ২ উইকেট তুলে অনবদ্য রেকর্ড করেন আফগানিস্তানের মহম্মদ নবি। শাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০টি উইকেট হয়ে গেল তাঁর।
আসন্ন এশিয়া কাপে বি গ্রুপে আছে আফগানিস্তান। ফলে গ্রুপ পর্বে ভারত বা পাকিস্তানের মুখোমুখি হবে না তারা। কিন্তু তারাও যে ট্রফির দৌড়ে আছে, তা পাকিস্তানকে হারিয়ে প্রমাণ করে দিল। যদিও এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাক বাহিনীর কাছে হেরেছিলেন রশিদরা। কিন্তু সেই ধাক্কা সামলে কামব্যাকও করল তারা।