‘আপনি সত্যিই শচীন? প্রমাণ দিন’, আধারে ভক্তের মনের আঁধার ঘোচালেন ‘ক্রিকেট ঈশ্বর’

‘আপনি সত্যিই শচীন? প্রমাণ দিন’, আধারে ভক্তের মনের আঁধার ঘোচালেন ‘ক্রিকেট ঈশ্বর’

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কিংবদন্তি, তিনি ‘ক্রিকেটের ঈশ্বর’। ক্রিকেট ছাড়ার এক যুগ পরও বিশ্বের সব প্রান্তের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে পূজিত হন। তাঁর সঙ্গে একবার কথা বলার সুযোগ পাওয়া বা সাক্ষাৎ করাও অনেকের স্বপ্ন। আর সেই সুযোগ পেয়ে একজন প্রশ্ন করে বসলেন, ‘আপনি কি সত্যিই শচীন তেণ্ডুলকর? প্রমাণ দিন।’ উত্তরে কী বললেন মাস্টার ব্লাস্টার?

সোমবার একটি সোশাল মিডিয়া প্লাটফর্মে প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন শচীন। ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। কিন্তু এসব কি সত্যি? আদৌ কি শচীন তেণ্ডুলকর স্বয়ং উপস্থিত হয়ে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছেন? নাকি কাউকে সাজিয়ে এনে ‘বোকা’ বানানো হচ্ছে? এরকম সন্দেহ হতেই এক ব্যক্তি প্রশ্ন লিখে পাঠান, ‘আপনি কি সত্যিই শচীন তেণ্ডুলকর? দয়া করে একটা ভয়েস নোট পাঠিয়ে প্রমাণ দিন।’

শচীনও মজা করার এমন সুযোগ ছাড়লেন না। ওই প্রশ্নের সামনে নিজের একটি ছবি পোস্ট করে তিনি উত্তর দিলেন, ‘আধার কার্ড পাঠাতে হবে নাকি?’ শচীনের রসবোধ এমনিতেই প্রশ্নাতীত। সতীর্থরা বহুবার তাঁর রসবোধের প্রশংসা করেছেন। ওই প্রশ্নকর্তাও তার সাক্ষী রইলেন।

এখানেই শেষ নয়। আরও অনেক মজার প্রশ্নের উত্তর দিলেন তিনি। যার মধ্যে একটা ছিল স্টিভ বাকনরকে নিয়ে। যিনি বহুবার শচীনকে ‘ভুল’ আউট দিয়েছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করেন, ‘স্টিভ বাকনরকে নিয়ে কিছু বলুন?’ শচীন উত্তর দেন, ‘যখন আমি ব্যাট করতাম, তখন ওকে একটা বক্সিং গ্লাভস দিলে ভালো হত। (যাতে উনি আউট করার জন্য আঙুল না তুলতে পারতেন)’ ওই প্রশ্নোত্তর পর্বেই পুত্র অর্জুনের বাগদান নিয়ে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আমরাও খুব উত্তেজিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *