আপনি মাধ্যমিক পাশ? CISF-এ প্রচুর চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আপনি মাধ্যমিক পাশ? CISF-এ প্রচুর চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সিকিউরিটি ফোর্সে (Central Industrial Safety Power) চাকরির স্বপ্ন দেখেন? সেভাবে নিজেকে প্রস্তুত করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ১১২৪ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ হবে? আবেদন শুরু কবে? শেষ তারিখই বা কবে? বিস্তারিত জেনে এখন সেরে ফেলুন আবেদন।

মোট শূন্যপদ- ১১২৪

কনস্টেবল বা ড্রাইভার- ৮৪৫
কনস্টেবল বা ড্রাইভার-কাম-পাম্প অপারেটর- ২৭৯

শিক্ষাগত যোগ্যতা
কনস্টেবল বা ড্রাইভার- মাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন।

বয়স- এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে।

কনস্টেবল বা ড্রাইভার-কাম-পাম্প অপারেটর- মাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট গাড়ির জন্য থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স।

বয়স- এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে (https://cisfrectt.cisf.gov.in.) এই ওয়েবসাইটে। সাধারণ প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি ও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না।

পরীক্ষার পদ্ধতি- মোট চারভাগে হবে পরীক্ষা। হাইট বার টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ট্রেড টেস্ট।

আবেদন শুরু- ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন অনলাইনে। 

আবেদন শেষ- ৪ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *