আপনি কি নিজেই নিজের শত্রু? এই সাতটি বিষয় খেয়াল করলেই বুঝবেন

আপনি কি নিজেই নিজের শত্রু? এই সাতটি বিষয় খেয়াল করলেই বুঝবেন

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যের জন্য মানসিক শান্তি নষ্ট হওয়া স্বাভাবিক। কিন্তু যত দিন যাচ্ছে ততই কি আপনি নিজেই নিজের শত্রু হয়ে উঠছেন? আপনার কিছু পদক্ষেপই হয়ে উঠেছে নিজের অশান্তির কারণ? তার ফলে ক্রমশ বিভীষিকা হয়ে উঠছে জীবন? তবে তা সত্ত্বেও বুঝতে পারছেন না? জেনে নিন ঠিক কী করে বুঝবেন আপনার কোন কোন পদক্ষেপে বিষিয়ে উঠছে জীবন।

বর্তমান ব্যস্ত সময় ইঁদুরদৌড়ই যেন লক্ষ্য অনেকের। সবেতেই সেরা হতে হবে। আপনিও কি অন্যদের মতো এই দৌড়ে অংশ নিচ্ছেন? সকলের চেয়ে ভালো হওয়ার চেষ্টা কি আপনাকে গিলে খাচ্ছে? তবে আজই এই অভ্যাস বদল করুন। সব কিছুতে আপনি সেরা হতে পারবেন না। এই ধ্রুব সত্য মানতে শিখুন।

আপনি কি ক্রমশ দেখনদারিতে বিশ্বাসী হয়ে উঠছেন? দামী চাকরি, অবস্থাসম্পন্ন পরিবারে বিয়ের মতো সিদ্ধান্ত নিচ্ছেন? তবে আপনার জীবন বিষিয়ে উঠতে পারে নিমেষেই। অতিরিক্ত উচ্চাশা ছেড়ে দিন। বাস্তবের মাটিতে পা রেখে যা পাচ্ছেন তাতেই খুশি হতে শিখুন।

অনেকের জীবনেই প্রাক্তন থাকেন। সম্পর্কে তিক্ততাও নতুন কিছু নয়। আপনি কী অতীত ভুলতে পারছেন না? পুরনো দিনের তিক্ত অভিজ্ঞতা সবসময় আপনাকে ব্যথা দেয়? এই অভ্যাস আজই বদলান। যত তাড়াতাড়ি সম্ভব প্রাক্তনকে ভুলুন। প্রাক্তনকে নিয়ে ভাবনাচিন্তার জন্য একদিন আপনি নিজেই নিজের শত্রু হতে উঠতে পারেন।

যেকোনও বিষয়ে যেটা সত্যি, সেটা আপনাকে মানতেই হবে। আর মানতে না পারলে আপনার জীবন হয়ে উঠতে পারে বিভীষিকাময়।

অযথা অন্যের ঘাড়ে ভুলের দায় চাপানো বন্ধ করুন। নিজের ভুল মানতে শিখুন। এই অভ্যাস ত্যাগ না করলে আশপাশের মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। যত দিন যাবে নিজে একা হয়ে যাবেন।

‘কমফর্ট জোন’ থেকে বেরনোর ভীতি ত্যাগ করুন। সমস্ত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিখুন। মনে রাখবেন, মেনে নেওয়ার মতো বড় গুণ হয় না।

আপনি কি অন্যের উপর ক্রমশ অতি নির্ভরশীল হয়ে পড়ছেন? এই অভ্যাস ভবিষ্যতে আপনার বিপদের কারণ হতে উঠতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস ত্যাগ করুন। নিজেই নিজের কাজ করতে শিখুন। আত্মনির্ভরতার মতো ভালো অভ্যাস আর কিছু নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *