‘আপনাদের বিরুদ্ধে কেন তদন্ত হবে না?’, পরেশ পালের জামিন মামলায় সিবিআই প্রশ্ন হাই কোর্টের

‘আপনাদের বিরুদ্ধে কেন তদন্ত হবে না?’, পরেশ পালের জামিন মামলায় সিবিআই প্রশ্ন হাই কোর্টের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


গোবিন্দ রায়: পরেশ পালের জামিন মামলায় প্রশ্নের মুখে সিবিআই। কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত হবে না, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। আগামী মঙ্গলবারের এই মামলা সংক্রান্ত একাধিক তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর খুন হন কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের লোকজনের অভিযোগ, তাঁকে নৃশংস অত্যাচার করে খুন করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সেই সময় সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেয়। তাতে মোট ২০ অভিযুক্তের নাম ছিল। চলতি মাসে দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে মোট ১৮ জনের নাম ছিল। ওই তালিকায় ছিলেন বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলরের। তারপরই তড়িঘড়ি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। আগাম জামিনের আর্জি জানান।

ওই মামলায় শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন, “পরেশ পাল ভাষণে কি বলেছিলেন? সেটা অতিরিক্ত চার্জশিট নেই কেন? ভিডিওগুলোর কথা বলছেন, সেখানে পরেশ পাল-সহ তিনজনের নাম আছে কি? বা সেখানে কি আছে? সিডিআর চেক করেছেন? অন্য অভিযুক্তদের সঙ্গে পরেশ পালদের সঙ্গে কথোকপথন হয়েছে? এমন হলে তো আপনাদের অফিসারের বিরুদ্ধে তদন্ত করতে হয়, কেন সঠিকভাবে তিনি দেখেননি?” আগামী মঙ্গলবার সিবিআইকে ওই ভিডিও, কল রেকর্ড বা সিডিআর জমা দেওয়ার নির্দেশ হাই কোর্টের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *