আন্দোলনরত কৃষকদের দাবি মিটল না, কেন্দ্রের সঙ্গে দুদফা বৈঠক নিষ্ফলা

আন্দোলনরত কৃষকদের দাবি মিটল না, কেন্দ্রের সঙ্গে দুদফা বৈঠক নিষ্ফলা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র এবং আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলির বৈঠক এবারও নিষ্ফলা। চলতি মাসে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তেমনটা ঘটল না। ধোঁয়াশা তৈরি হল আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও।

দীর্ঘ কৃষক আন্দোলনের অন্যতম দাবি হল ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে আইনি নিশ্চয়তা। কেন্দ্রের আশ্বাসের পর গত ১৪ এবং ২২ ফেব্রুয়ারি দুটি বৈঠক হয়। যদিও ওই বৈঠকে সমাধান সূত্র মেলেনি বলেই খবর। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই অবস্থায় আগামী ১৯ মার্চ কৃষকদের সঙ্গে আরও একটি বৈঠকের প্রস্তাব করেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিরা।

জানা গিয়েছে, গত দুইটি বৈঠকে এমএসপি নিয়ে আলোচনা হয়েছে। কৃষকেরা দাবি করেছেন, ২৩টি ফসলকে এমএসপি-র আওতাভুক্ত করা হোক। কোনও সিদ্ধান্ত না হলেও বৈঠক ‘গঠনমূলক’ হয়েছে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমরা কৃষকদের দাবি দাওয়া শুনেছি। তবে আলোচনা এখনও কিছুটা বাকি রয়ে গিয়েছে। ১৯ মার্চের বৈঠকটি হবে চণ্ডীগড়ে। “

ফসলের এমএসপি, কৃষিঋণ মকুব, কৃষকদের পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল বৃদ্ধি না করার মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘ দিন আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসেন কৃষকেরা। সেই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *