নিজস্ব সংবাদদাতা, ঢাকা: সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় মৎস্যজীবী এবার বাংলাদেশের জেলে বন্দি। সোমবার দুপুরে বাগেরহাট জেলা আদালত ওই মৎস্যজীবীদের জেল হেফাজতের নির্দেশ দেয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) আনিসুর রহমান জানান, জেল হেফাজত হওয়া মৎস্যজীবীরা হলেন, বিশ্বনাথ দাস (৪১), অনিবেশ দাস (২৯), গোবিন্দ দাস (৫০), মোহন কৃষ্ণ (৪৩), আশন্ত দে (৪৫), মানিক জানা (২৯), রাম দুলাল দাস (৫২), শংকর দাস (৩৭), রাজিব দাস (৩৬), লিটন দাস (৩৫), অভিরাম দাস (২৬), বাদল রাজপুত্র (৫২), স্বদেশ চন্দ্র দাস (৪৮) ও নকুল দাস (৫৮)। এদের বাড়ি পশ্চিমবঙ্গের দুই পরগনা ও পূর্ব বর্ধমান জেলায়।
আনিসুর আরও জানান, শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সমুদ্র থেকে এফবি পারমিতা নামক ভারতীয় ট্রলার-সহ ১৪ মৎস্যজীবীকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাঁদের আটক করা হয়। তিনি বলেন, “রবিবার গভীর রাতেই মৎস্যজীবীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়।’ সামুদ্রিক মৎস্য আহরণ আইন, ২০২০-এর ২৫/১ ধারায় মামলা হয়েছে বলেও জানান আনিসুর রহমান।
এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দু’টি ভারতীয় ট্রলার-সহ ৩৪ মৎস্যজীবীকে জলসীমা লঙ্ঘনের অভিযোগে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী।