সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না মাসল ঝড়! বুধবার গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজ জার্সিকে বিদায় জানালেন আন্দ্রে রাসেল। ৩৭ বছর বয়সি তারকা অলরাউন্ডার জানিয়ে দিলেন, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ঘরের মাঠ সাবাইনা পার্কেই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষবার খেলতে দেখা যাবে রাসেলকে।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এবার হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ড্রে রাস। বুধবার সেই জল্পনায় সিলমোহর দেন রাসেল নিজেই। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ কেমন সেটা শব্দে বোঝাতে পারব না। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। ছোটবেলায় কখনও ভাবতে পারিনি একদিন এই পর্যায়ে পৌঁছব। ওয়েস্ট ইন্ডিজের জার্সি আমাকে আরও উন্নত ব্যাটার বানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে আমি খুব ভালোবাসি। ক্যারিবিয়ান থেকে আগামী দিনে যেসমস্ত ক্রিকেটার উঠে আসবে তাদের রোল মডেল হয়েই অবসর নিতে চাই।’
দেশের জার্সিতে দু’বার টি-২০ বিশ্বকাপ জিতেছেন রাসেল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের লগ্নে তাঁকে ধন্যবাদ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডও। আগামী ২১ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম দু’টি ম্যাচ খেলে ২৩ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ড্রে রাস। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্ভবত চালিয়ে যাবেন কেকেআর তারকা।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই ১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ব্যর্থতার জন্য নাম না করে আইপিএল-সহ সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগকে দোষারোপ করেছেন ব্রায়ান লারা। কিন্তু দেশের সেরা ক্রিকেটাররা ঝুঁকছেন সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই। দিনকয়েক আগে নিকোলাস পুরান অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার সেই পথে রাসেলও।