আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের সদস্যদের হাতেনাতে গ্রেপ্তার, বড় সাফল্য RPF-এর সিআইবি বিভাগের

আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের সদস্যদের হাতেনাতে গ্রেপ্তার, বড় সাফল্য RPF-এর সিআইবি বিভাগের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সুব্রত বিশ্বাস: আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের পর্দাফাঁস করল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের আরপিএফের সিআইবি বিভাগ। দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন আরপিএফ জওয়ানরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেপ্তার করেছে আরপিএফ। 

কীভাবে চক্রের সন্ধান পেলেন আরপিএফ জওয়ানরা? বুধবার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের স্থানীয় ট্রাকশন মোটর পার্কিংয়ের বাইরে বাইক চুরির সময় বিকাশ পণ্ডিত ও নাসিরুদ্দিন আনসারি নামের দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন আরপিএফ জওয়ানরা।  আরপিএফের সিআইবি ইন্সপেক্টর নরিন্দর সিংয়ের নেতৃত্বে গঠিত টিম রাতভর ধৃতদের জেরা করে কর্মাট‌্যান্ড এলাকা থেকে কুখ‌্যাত ‘রিসিভার’ বক্রীদ মিয়াকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, বক্রীদ আরপিএফকে জানিয়েছে, জামতাড়া, চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর, সালানপুর, রামীগঞ্জ, আসানসোল, মিহিজাম, ধানবাদ প্রভৃতি এলাকায় বাইক চুরির চক্র সক্রিয় রয়েছে। চোরাই বাইক কেনে বক্রীদ নিজে। এরপর ভিন রাজ্যের দুষ্কৃতীদের নিযুক্ত দালালদের সঙ্গে আলোচনা করে সেই চোরাই বাইক ভিন রাজ্যে বেঁচে দেয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক বাইক চুরির মামলা আগে থেকেই বিভিন্ন থানায় রয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন।

ধৃতদের কাছ থেকে ‘মাস্টার কি’ বাজেয়াপ্ত করা হয়েছে। যার সাহায্যে একাধিক বাইক চুরি করেছে দুষ্কৃতীরা। আরপিএফের সিআইবি জানিয়েছে, দুষ্কৃতীরা জেরায় স্বীকার করেছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে তারা বাইক চুরি করে সেগুলি ভিন রাজ্যে পাঠিয়ে দেয়। দরদাম করে নগদে তা বিক্রি করা হয়। এই চক্রে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *