আনকোড়া অশ্বিনীর সুইংয়ে কুপোকাত কেকেআর, সহজ জয়ের লক্ষ্যে হার্দিকের মুম্বই

আনকোড়া অশ্বিনীর সুইংয়ে কুপোকাত কেকেআর, সহজ জয়ের লক্ষ্যে হার্দিকের মুম্বই

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঘন্য ব্যাটিং প্রদর্শন কলকাতা নাইট রাইডার্সে‌র। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে কেকেআর। শুরু থেকেই মুম্বই বোলারদের সামনে কার্যত গুঁড়িয়ে যায় নাইটদের ইনিংস। 

প্রথম ওভারের তৃতীয় বলে নাইটদের ইনিংসে প্রথম ঝটকা দেন ট্রেন্ট বোল্ট। শূন্যে ফেরেন সুনীল নারিন। ঠিক পরের ওভারেই কুইন্টন ডি’কককে ফেরান দীপক চাহার। আইপিলে অভিষেক ঘটানো অশ্বিনী কুমার প্রথম বলেই রাহানের উইকেট নিয়ে মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন। পাওয়ার প্লে’র মধ্যে আরও একটা উইকেট হারায় নাইটরা। ভেঙ্কটেশ আইয়ারকে ৩ রানে ফেরান চাহার। প্রথম ৬ ওভারের মধ্যে ৪১ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে তারা।

তবে নবাগত অশ্বিনী কুমারের জন্য ভালো কিছু মুহূর্ত অপেক্ষা করছিল। একে একে তিনি ফেরান রিঙ্কু সিং (১৭), মণীশ পাণ্ডে (১৯), আন্দ্রে রাসেল (৫)। বলা চলে, ২৩ বছরের এই বাঁ-হাতি পেসারের বলের কোনও ঠিকানা ছিল না নাইটদের ব্যাটারের কাছে। তিনি পান ২৪ রানে ৪ উইকেট। নবাগত এই তরুণ অভিষেকেই ৪ উইকেট নিয়ে লাইমলাইটে চলে এলেন। নাইটদের ইনিংস ভেঙে পড়ে মাত্র ১১৬ রানে। 

চলতি আইপিএলে মুম্বই প্রথমবার ঘরের মাঠে নামে। আর প্রথমবার নিজেদের দর্শকদের সামনে খেলতে নেমে ‘হিট’ মুম্বইয়ের বোলিং ব্রিগেড। কেকেআরের পক্ষে সর্বোচ্চ রান করেন অঙ্গকৃষ রঘুবংশী (২৬)। শেষ দিকে রমনদীপ সিং (২২) চালিয়ে খেলে কিছুটা মানরক্ষা করার চেষ্টা করেন। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *