‘আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়’ SIR বিতর্কের মাঝেই মন্তব্য বম্বে হাই কোর্টের

‘আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়’ SIR বিতর্কের মাঝেই মন্তব্য বম্বে হাই কোর্টের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না। এসআিইআর (বিশেষ নিবিড় সংশোধন) বিতর্কের মাঝেই মঙ্গলবার বড় মন্তব্য করল বম্বে হাই কোর্ট। একইসঙ্গে আদালত জানিয়েছে, এই নথিগুলি শুধুমাত্র সনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য নয়।

সম্প্রতি বাবু আব্দুল রূফ সর্দার নামে এক যুবকের বিরুদ্ধে একাধিক নথি জাল করে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছিল। এছাড়াও অভিযোগ ছিল, তিনি বাংলাদেশি। এদিন বিচারপতি অমিত বোরকারের বেঞ্চে তাঁর জামিনের শুনানি চলছিল। সেই মামলাতেই আদালত সাফ জানিয়ে দিয়েছে, আধার, প্যান কিংবা ভোটার কার্ড থাকলেই কোনও ব্যক্তি যে ভারতীয় নাগরিক, তা প্রমাণ হয় না। পাশাপাশি, খারিজ করে দেওয়া হয়েছে অভিযুক্তের জামিনের আবেদন। আদালতে অভিযুক্তের আইনজীবী জানান, যুবকের কাছে আধার, প্যান কিংবা ভোটার কার্ড রয়েছে। দশ বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতে বসবাস করছেন। তাই তাঁকে বাংলাদেশি বলা যায় না। কিন্তু আদালতে সেই যুক্তি খাটেনি। আদালত জানিয়ে দিয়েছে, আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না।

প্রসঙ্গত, বুধবার প্রায় একইরকম কথা বলেছে সুপ্রিম কোর্ট। বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এদিন বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে “নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন পড়ে।” ঘটনাচক্রে এই সুপ্রিম কোর্টই সম্প্রতি বিহারের নিবিড় সংশোধনে আধার কার্ড যোগ করার পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে। কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে জানিয়ে দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ড বা ভোটার কার্ড গ্রহণ করা যাবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *