আদালতে রাজ্যপালের অনুমতিপত্র পেশ ইডির, ১২ সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথকে হাজিরার নির্দেশ

আদালতে রাজ্যপালের অনুমতিপত্র পেশ ইডির, ১২ সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথকে হাজিরার নির্দেশ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন রাজ্য়পাল। আদালতে অনুমতি পত্র পেশ করল ইডি। ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে মন্ত্রীকে। 

২০২৪ সালে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেপ্তারের পরই উঠে আসে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। পরবর্তীতে তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ৪১ লক্ষ টাকা উদ্ধারের পাশাপাশি তাঁর মোবাইল বাজেয়াপ্ত করেছিল সংস্থা। এরপর তদন্তের স্বার্থে একাধিকবার তলব করা হয় চন্দ্রনাথ সিনহাকে। কিন্তু বারবার তা এড়িয়ে গিয়েছেন মন্ত্রী। যদিও সম্প্রতি সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। 

জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু রাজভবন থেকে চার্জশিটের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি না পাওয়ায় সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু অবশেষে মিলেছে রাজ্যপালের অনুমতি। বুধবার আদালতে সেই সংক্রান্ত নথি পেশ করে ইডি। তাতেই গৃহীত হয়েছে চার্জশিট। ১৫ দিনের মধ্যে চন্দ্রনাথের বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দেন ইডির বিশেষ আদালতের বিচারক। সূত্রের খবর, আগামী ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে মন্ত্রীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *