সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট শুরুর দু’দিন আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। সেই দলে চমকে দেওয়া নাম লিয়াম ডসন। আট বছর আগে শেষবার দেশের হয়ে টেস্ট খেলেছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর আবার তিনি খেলতে নামবেন ম্যাঞ্চেস্টার টেস্টে। এছাড়া আর কোনও পরিবর্তন নেই ইংল্যান্ডের প্রথম একাদশে।
লর্ডস টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন ইংরেজ স্পিনার শোয়েব বশির। ম্যাচ শেষ হওয়ার পরেই তাঁর আঙুলে অস্ত্রোপচার করাতে হয়। তাঁর পরিবর্ত হিসাবে প্রথম একাদশে আনা হয়েছে ডসনকে। উল্লেখ্য, ৩৫ বছর বয়সি এই স্পিনারের টেস্ট অভিষেক হয় ভারতের মাটিতেই। ২০১৬ সালে চেন্নাইয়ে খেলেছিলেন তিনি। শেষবার টেস্ট খেলেন ২০১৭ সালে, নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সবমিলিয়ে মাত্র তিন টেস্ট খেলে ৭ উইকেট নিয়েছেন লিয়াম ডসন।
তবে জাতীয় দলে খুব বেশি খেলতে দেখা যায়নি তাঁকে। বিশ্বের নানা প্রান্তের টি-২০ লিগে অনেক বেশি পরিচিত ডসন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল তিনি। ২১২ ম্যাচে ৩৭১টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে দশ হাজারের বেশি রানও করেছেন। ডসনের আগমনে ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা বাড়বে সেকথা বলাই বাহুল্য। ডসনকে স্বাগত জানিয়ে ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক বলেন, “যথেষ্ট দক্ষ ক্রিকেটার লিয়াম। বিশ্বের সকল প্রান্তে সকল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছে। ওর অভিজ্ঞতা খুবই কাজে লাগবে।”
উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারেই সিরিজ জেতার হাতছানি রয়েছে ইংল্যান্ডের সামনে। হেডিংলি এবং লর্ডসে জিতে পাঁচ ম্যাচে সিরিজে ২-১ এগিয়ে রয়েছেন বেন স্টোকসরা। তাই চতুর্থ টেস্ট জিতলেই সিরিজ চলে যাবে ইংল্যান্ডের হাতের মুঠোয়। সম্ভবত সেই কারণেই ব্যাটিংকে আরও শক্তিশালী করতে ফেরানো হল লিয়ামকে।
ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।