সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসপ্তাহ হল গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটা। এখনও সেই শোক ভুলতে পারেনি ক্রীড়াবিশ্ব। ভারত-ইংল্যান্ড টেস্টেও জোটার প্রয়াণে শোকপ্রকাশ করলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে দুই উইকেট তুলেছেন সিরাজ। হাফসেঞ্চুরি করা দুই ব্যাটার জেমি স্মিথ ও ব্রাইডন কার্স, দুজনেই সিরাজের শিকার। তার মধ্যে স্মিথের উইকেট তুলে জোটাকে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি। ধ্রুব জুরেলের গ্লাভসে স্মিথ বন্দি হওয়ার পরই সিরাজ একহাতে দুই আঙুল ও অন্যহাতে গোল করে দেখান। যার অর্থ ২০। জোটাও লিভারপুলে খেলার সময় ২০ নম্বর জার্সি পরতেন।
ইতিমধ্যে জোটার স্মরণে ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। এবার ১৪৮ বছর পুরনো পোশাকবিধি ভেঙেছে উইম্বলডন। শোকপ্রকাশে শামিল সিরাজও। ভারতীয় পেসার জোটার দেশের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। উইকেট তোলার পর রোনাল্ডোর মতো করে সিউউউ সেলিব্রেশন করেন। সম্প্রতি পর্তুগাল নেশনস লিগ জেতার পরও পোস্ট করেছিলেন সিরাজ।
উল্লেখ্য, দুর্ঘটনার দিন ভাই আন্দ্রে সিলভার সঙ্গে একটি সুপারকারে চেপে যাচ্ছিলেন দিয়োগো। চলাকালীন একটি গাড়িকে ওভারটেক করা চেষ্টা করেন তাঁরা। সেই সময়ে আচমকাই গাড়ির একটি চাকা ফেটে যায়। রাস্তা থেকে ছিটকে পড়ে যায় গাড়িটি, দাউদাউ করে আগুন ধরে গিয়ে গাড়িটি একেবারে চুরমার হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্পেনের এমার্জেন্সি সার্ভিস। উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে দিয়োগো এবং আন্দ্রেকে মৃত ঘোষণা করা হয়।
#JamieSmith survived as soon as, however no escape this time from #MohammedSiraj!
Will #TeamIndia bundle England out beneath 400? #ENGvIND third TEST, DAY 2 | LIVE NOW on JioHotstar https://t.co/mg732JcWfD pic.twitter.com/I1uG35YFZC
— Star Sports activities (@StarSportsIndia) July 11, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন