সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ শুভমান গিল। ইংল্যান্ডে টেস্ট সিরিজ থেকে ফেরার পর দলীপ ট্রফিতে খেলার কথা ছিল তাঁর। কিন্তু জানা যাচ্ছে, অসুস্থতার কারণে সেই টুর্নামেন্টে নাও খেলতে পারেন টেস্ট অধিনায়ক। তার সঙ্গে প্রশ্ন, এশিয়া কাপে কি খেলতে পারবেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক? আর হঠাৎ কী হল গিলের?
একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটের মতে, আচমকাই জ্বর হয়েছে গিলের। তাঁর রক্তপরীক্ষা করা হয়েছে। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে। আপাতত গিলকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, “তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিসিসিআইয়ের কাছে গিলের শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। গিল এই মুহূর্তে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে আছে।”
আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। যেখানে উত্তরাঞ্চলের দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গিলের। জানা যাচ্ছে, দলীপ ট্রফিতে গিলের না খেলার সম্ভাবনাই বেশি। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সেই সঙ্গে প্রশ্ন হল, এশিয়া কাপে কি খেলতে পারবেন গিল? ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মনে করা হচ্ছে, সেখানে তাঁকে খেলানোর জন্যই দলীপ ট্রফি নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে না। তবে গিল না খেললে দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলকে কে নেতৃত্ব দেবেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, গিলকে এশিয়া কাপের দলের সহ-অধিনায়ক করা নিয়ে একরাশ বিতর্ক হয়েছে। তবে গিলকে সহ-অধিনায়ক করা নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব যুক্তি দিয়েছেন, “যখন গিল ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিল, তখন আমি অধিনায়ক ছিলাম। ও সহ-অধিনায়ক ছিল। সেখান থেকে আমরা টি-টোয়েন্টির নতুন চক্র শুরু করি। তারপর গিল টেস্টে ব্যস্ত হয়ে পড়ে। সেভাবে টি-টোয়েন্টি খেলার সুযোগ পায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছে। ফলে স্বাভাবিকভাবেই ও দলে ফিরেছে।”