আগেই বলেছিলেন মমতা, সেইমতো ধেয়ে এল ‘আর জি কর বাণ’, অক্সফোর্ডে ‘বাম-অতিবাম’দের কী জবাব মুখ্যমন্ত্রীর?

আগেই বলেছিলেন মমতা, সেইমতো ধেয়ে এল ‘আর জি কর বাণ’, অক্সফোর্ডে ‘বাম-অতিবাম’দের কী জবাব মুখ্যমন্ত্রীর?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কুণাল ঘোষ ও কিংশুক প্রামাণিক (লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): আর জি কর নিয়ে প্রশ্ন আসলে, ব্যাটিং করে ছক্কা হাঁকাবেন বলেই পূর্বাভাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford College) কেলগ কলেজের ঐতিহাসিক বক্তৃতায় যেন ছক্কাই হাঁকালেন তিনি। ‘বাম-অতিবাম’দের আর জি কর প্রশ্নবাণের সপাট জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্ত করছে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এই বিচারাধীন বিষয় নিয়ে আর বিশদে কিছু বলেননি বাংলার মুখ্যমন্ত্রী। 

বলে রাখা ভালো, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসক খুন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। বিরোধীদের, বিশেষ করে বাম-অতিবাম দলগুলোর নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। আদালতে যাবজ্জীবন জেলের সাজা হয় সঞ্জয়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ধর্ষণ রোধে আসে ‘অপরাজিতা’ বিল। বাকিটা ইতিহাস।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করে ধর্ষণ ও খুন হন কর্তব্যরত এক তরুণী চিকিৎসক। তাঁর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে বাংলা। কয়েকঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তদন্তভার পায় সিবিআই। এদিকে কর্মবিরতিতে শামিল হন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে বিরোধীদের, বিশেষ করে বাম-অতিবাম দলগুলোর নানা কুৎসা সত্ত্বেও পুলিশের তদন্তেই মান্যতা দেয় সিবিআই। কিন্তু এখনও ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় ছাড়া আর কেউ গ্রেপ্তার হয়নি। তবে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সাজায় আমজনতার পাশাপাশি খুশি নয় রাজ্যও। দোষীর ফাঁসির দাবি জানিয়ে হাই কোর্টে যায় রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *