‘আগুন জ্বালাতে’ ৪ বছর পর বাইশ গজে ফিরছেন ডিভিলিয়ার্স, কোন টুর্নামেন্টে নামবেন?

‘আগুন জ্বালাতে’ ৪ বছর পর বাইশ গজে ফিরছেন ডিভিলিয়ার্স, কোন টুর্নামেন্টে নামবেন?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্রিকেটে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। ২০২১-এ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। কিন্তু ফের ব্যাট হাতে দেখা যাবে ‘মি. ৩৬০’কে। এমনকী নেতৃত্বের দায়িত্বও সামলাবেন তিনি। কোন টুর্নামেন্টে নামতে চলেছেন তিনি?

বিশ্ব ক্রিকেটে অভিনব শটের জন্য বিখ্যাত ছিলেন ডিভিলিয়ার্স। আইপিএলে দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন। এবার নিজের প্রত্যাবর্তনের কথা সোশাল মিডিয়াতেও জানালেন তিনি। বিশ্ব লেজেন্ডসদের চ্যাম্পিয়নশিপে ফের মাঠে নামবেন ডিভিলিয়ার্স। সেখানে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেবেন তিনি। মূলত অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হয়।

তিনি নিজেই জানালেন, ‘চার বছর আগে আমি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। কারণ, ভিতর থেকে ক্রিকেট খেলার আর কোনও তাগিদ অনুভব করছিলাম না। কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে। আমার ছেলেদেরও দেখি ক্রিকেট খেলতে। আমরা একসঙ্গে বাগানে প্রচুর ক্রিকেট খেলি।’ কিন্তু হঠাৎ কেন কামব্যাক ঘটাচ্ছেন ডিভিলিয়ার্স? জানালেন, নিজের ভিতরের আগুন জ্বালিয়ে রাখতেই মাঠে নামছেন তিনি। প্রাক্তন প্রোটিয় তারকার বক্তব্য, ‘তারপরই মনে হয়, এখনও আমার মধ্যে আগুন রয়েছে। সেটাকে জ্বালানো দরকার। তাই আবার নেট ও জিমে ফিরে যাচ্ছি। জুলাই মাসে বিশ্ব লেজেন্ডস লিগের আগে তৈরি হয়ে যাব।’

দক্ষিণ আফ্রিকার এই দলে জ্যাক কালিস, হারসেলস গিবস, ডেল স্টেইন, ইমরান তাহিরের মতো ক্রিকেটাররা খেলেন। এবার সেখানে নাম জুড়ল ডিভিলিয়ার্সের। ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। 

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AB de Villiers (@abdevilliers17)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *