সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রোপথের উদ্বোধনে এসে কলকাতায় মেট্রো চড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখান থেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। এরপর মেট্রো চড়ে যশোর রোড থেকে জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশন যাবেন। আবার জয় হিন্দ থেকে মেট্রো চড়ে যশোর রোড স্টেশনে ফিরবেন। সেখান থেকে সড়কপথে দমদম সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছবেন। ওই মাঠেই প্রশাসনিক ও রাজনৈতিক সভা করার কথা তাঁর।
এবারের সফরে মোদি মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত মেট্রোপথ হলেও আপাতত নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ – এই তিনটি মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা চালু হবে। সুতরাং বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী।
রবিবার সাংবাদিক বৈঠক করে শমীক বলেন, “সেক্টর ফাইভের সঙ্গে কলকাতার সংযোগ শুধু চিংড়িঘাটার জন্য বন্ধ হয়ে রয়েছে। আমার সঙ্গে ওখানকার স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী সুজিত বসুর কথা হয়েছে। রাস্তার এপার পর্যন্ত যা হয়েছে, সেটা তাঁর দায়িত্ব। ওখানে কোনও সমস্যা নেই। কিন্তু বাকি অংশের ক্ষেত্রে দমকলমন্ত্রী তাঁর অপাগরতার কথাও জানিয়েছেন।” জমিজটে রাজ্যের ৪৩টি রেলপ্রকল্প আটকে রয়েছে বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি। এই প্রসঙ্গে রাজ্যের জমি নীতির সমালেচনা করেন।