সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গাজায় মৃত্যুমিছিল। ইজরায়েলি সেনার আকাশপথে হামলায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। শনিবারের হামলা আরও একবার বুঝিয়ে দিল ইজরায়েল যুদ্ধবিরতি নিয়ে কিছু ভাবছে না। কেবল তাই নয়, বরং আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে তারা। এখনও পর্যন্ত ইজরায়েলি সেনা এই হামলার দায়স্বীকার করেনি।
জানা গিয়েছে, শেখ রাদওয়ানে এক হামলায় একই পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। যাঁদের মধ্যে এক মা এবং তাঁর তিন সন্তান রয়েছে। প্যালেস্তিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আল-হেলাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মহম্মদ রমেজ সুলতান তাঁর পরিবারের ১৪ সদস্যের সঙ্গে এই হামলায় নিহত হয়েছেন।
উল্লেখ্য, ইজরায়েলের লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা। সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চললেও তার ভবিষ্যৎ অজ্ঞাত। ২ বছরের বেশি সময় ধরে চলতে থাকা গাজা যুদ্ধ থামাতে উঠেপড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওয়াশিংটন হামাসের সঙ্গে গভীর আলোচনা চালাচ্ছে। হামাসকে অবশ্যই পণবন্দিদের মুক্তি দিতে হবে। যদি তারা বন্দিদের মুক্তি না দেয় সেক্ষেত্রে ওদের জন্য পরিস্থিতি আরও খারাপ ও জটিল হয়ে উঠবে।”
২০২৩ সালের ৭ অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। তারপর থেকেই লড়াই জারি রয়েছে গাজায়। যুদ্ধে এখনও পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারেরও বেশি। পাশাপাশি আহতের সংখ্যা প্রায় ২ লক্ষ। অন্যদিকে হামাসের হাতে এখনও পণবন্দি রয়েছেন বহু মানুষ। ইজরায়েলের অন্দরেই অভিযোগ উঠেছে, পণবন্দিদের উদ্ধারের কোনও চেষ্টা করছেন না নেতানিয়াহু।