সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মুম্বইয়ে বিলাসবহুল শোরুম খুলেছে টেসলা। এটিই ভারতে এলন মাস্কের সংস্থার প্রথম শোরুম। এরপর দেশের অন্য মেট্রো শহরগুলিতেও তাদের স্বচালিত প্রযুক্তির ইলেক্ট্রিক গাড়ির শোরুম খোলার পরিকল্পনা রয়েছে টেসলার। যদিও ভারতের রাস্তায় টেসলার মতো আকাশছোঁয়া দামের শৌখিন গাড়ি উপযুক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন নেটিজেনরা। ঠিক কোন কোন প্রশ্ন তুলছেন তাঁরা?
১) বিপুল অর্থ খরচ করে ক’জন ভারতীয় নাগরিক টেসলার ইলেক্ট্রিক গাড়ি কিনবেন? যেখানে ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে ৬৭.৮৯ লক্ষ টাকা অবধি দাম এই গাড়ির। ভারতে আমদানিকৃত গাড়িতে ৭০-১০০ শতাংশ অবধি শুল্কের কারণে অনেক বেশি দাম গুনতে হবে ক্রেতাদের।
২) ভারতে আগের তুলনায় সড়ক পরিকাঠামো উন্নত হলেও বহু রাস্তা টেসলার মতো বিলাসবহুল গাড়ির জন্য অনুপযুক্ত বলেই মনে করছে নেটিজেনদের একাংশ। খানা-খন্দ-গর্তের পথে, জলে ডোবা রাস্তায় যেভাবে টাটা, মহিন্দ্রা, হুন্ডাই লড়াই চালায়, তা কি বিলাসবহুল গাড়ি পারবে? প্রশ্ন তুলছেন তাঁরা।
৩) অনেকেই ভারতের ব্যস্ত শহরগুলির কুখ্যাত যানজটের কথা স্মরণ করিয়েছেন। ভয়ংকর যানজটে স্বচালিত এবং দ্রুত গতির গাড়ি চালানো সম্ভব না বলেই মনে করছেন তাঁরা। আচমকা গাড়ির সামনে গরু-মোষ চলে এলে! বর্ষায় ভারতীয় রাস্তায় জল জমলেই বা কী হবে?
আমন নায়ের নামের এক নেটিজেন লিখেছেন, মহিন্দ্রা, টাটা, হুন্ডাইয়ের গাড়িগুলিই আমাদের জন্য উপযুক্ত। এখানে ‘সেল্ফ ড্রাইভিং’ আদৌ কাজে আসবে না। এক ব্যক্তি জল ভর্তি রাস্তার ছবি দিয়ে লিখেছেন, “ভারতের বর্ষাকালের জন্য টেসলা তৈরি তো!” অন্য একজন ইংরেজি ব়্যাপ সঙ্গীতের সঙ্গে ভারতীয় ঢোল বাজানোর ভিডিও পোস্ট করে ভারতের রাস্তায় টেসলার গাড়ি চালানোর তুলনা করেছেন। আদৌ ভারতে এলন মাস্কের সংস্থার ইলেক্ট্রিক গাড়ি সফল হবে কিনা, তা অবশ্য সময়ই বলবে।