সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ বছরের এক আইরিশ-ব্রিটিশ পর্যটককে ধর্ষণ ও খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল গোয়ার এক আদালত। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক।
২০১৭ সালের ১৪ মার্চ দক্ষিণ গোয়ার কানাকোনা গ্রামের জঙ্গলে উদ্ধার হয় ওই বিদেশিনীর দেহ। ২৮ বছরের বিকট ভগতের বিরুদ্ধে ওঠে ধর্ষণ-খুনের অভিযোগ। জানা যায়, সে একটা সন্ধ্যা ওই তরুণীর সঙ্গে কাটিয়েছিল। তারপরই তাকে ধর্ষণ করে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে। এদিন জেলা ও দায়রা আদালতের বিচারক ক্ষমা যোশী সেই অপরাধে তাকে যাবজ্জীবনের সাজা শোনানোর পাশাপাশি খুন-ধর্ষণের মামলায় ২৫ হাজার টাকা ও প্রমাণ লোপাটের মামলায় ১০ হাজার টাকা জরিমানাও করেন। সেই সঙ্গেই প্রমাণ লোপাটের অপরাধে দু’বছরের সাজাও শুনিয়েছেন তিনি। জানিয়েছেন, দুই সাজাই একসঙ্গে ভোগ করতে হবে বিকটকে।
শুক্রবার বিকটকে দোষী সাব্যস্ত করার পর নির্যাতিতার পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, মৃতার পরিবার ও বন্ধুদের তরফে এই ন্যায়ের লড়াইয়ে পাশে থাকা প্রত্যেককে ধন্যবাদ জানানো হচ্ছে। যেভাবে ওই বিদেশিনীকে সকলে নিজের সন্তানের মতো করে দেখেছেন এবং তাঁকে ন্যায় পাইয়ে দিতে সরব হয়েছেন তা দেখে তাঁরা অভিভূত বলেই জানাচ্ছেন।