আইপিএল মাতানো বৈভব-আয়ুষ ফেল! ইংল্যান্ডে ভারতকে জেতালেন ট্রাকচালকের ছেলে

আইপিএল মাতানো বৈভব-আয়ুষ ফেল! ইংল্যান্ডে ভারতকে জেতালেন ট্রাকচালকের ছেলে

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে ভারত। কিন্তু বিলেতভূমে দারুণ পারফরম্যান্স ভারতের অনূর্ধ্ব ১৯ ব্রিগেডের। তবে বৈভব সূর্যবংশী-আয়ুষ মাত্রের মতো আইপিএল মাতানো তারকারা নয়, ইংল্যান্ডে ভারতীয় দলের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন এক ট্রাক ড্রাইভারের পুত্র।

চলতি বছরের আইপিএলে হইচই ফেলে দিয়েছিল ১৪ বছরের কিশোর বৈভব। রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল মাতিয়েছিল বৈভব। প্রথমবার আইপিএল খেলতে নেমে ক্রিকেটবোদ্ধাদের নজর কেড়েছিল চেন্নাই সুপার কিংসের ওপেনার আয়ুষ মাত্রেও। তার অধিনায়কত্বেই ইংল্যান্ডে খেলতে গিয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। এই দুই তারকা ইংল্যান্ডে কেমন খেলে, সেদিকে নজর ছিল ক্রিকেটমহলের। কিন্তু দুজনেই ব্যর্থ। মাত্রের সংগ্রহ মাত্র ১ রান, বৈভবের ১৭।

তবে ভারতীয় ইনিংসের হাল ধরেছেন ১৮ বছর বয়সি হরবংশ পাঙ্গালিয়া। মাত্র ৫২ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তরুণ তুর্কি। হরবংশের এই দারুণ ইনিংসের পর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে তার স্কুল। হরবংশের পরিবার এখন কানাডায় পাড়ি দিয়েছে। তার বাবা ব্রাম্পটনে ট্রাক চালান। কিন্তু ক্রিকেটের টানেই ভারতে থেকে গিয়েছে হরবংশ। তার দাপটেই ইংল্যান্ড ইয়ং লায়ন্সের বিরুদ্ধে ৪৪২ রান তোলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল।

হরবংশকে যোগ্য সঙ্গত করে রাহুল কুমার, কণিষ্ক চৌহান এবং আর এস অম্বরিশ। যথাক্রমে ৬০ বলে ৭৩, ৬৭ বলে ৭৯ এবং ৪৭ বলে ৭২ রান এসেছে তিনজনের ব্যাট থেকে। ভারতের ৪৪২ রান তাড়া করতে গিয়ে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তিন উইকেট তুলে নেন ভারতের দীপেশ দেবেন্দ্রন। দু’টি করে উইকেট পেয়েছেন নমন পুষ্পক এবং ভিহান মালহোত্রা। শেষ পর্যন্ত ২৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *