আইপিএল ট্রফি নিয়ে চমক, প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসাবে নজির গড়তে চলেছে কেকেআর

আইপিএল ট্রফি নিয়ে চমক, প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসাবে নজির গড়তে চলেছে কেকেআর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: নতুন নজির গড়তে চলেছে কলকাতা নাইট রাইডার্স। দলের সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নাইট ম্যানেজমেন্টের। পূর্ব ভারতের একাধিক শহরে ‘ট্রফি টুর’ আয়োজন করতে চলেছে কেকেআর। এই টুরের মাধ্যমে কলকাতা-সহ একাধিক শহরে নিয়ে যাওয়া হবে আইপিএল ট্রফি। নাইট ভক্তদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিতে চলেছে ম্যানেজমেন্ট। উল্লেখ্য, আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি এভাবে নিজের শহরের বাইরে ট্রফি নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়নি।

বুধবার কেকেআরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের নানা প্রান্তের ভক্তরা যেন ট্রফি দেখতে পান সেজন্য ট্রফি টুরের আয়োজন করা হয়েছে। বছরের পর বছর ধরে কেবল কলকাতা নয়, অন্যান্য শহরেও যেসব ভক্তরা কেকেআরকে সমর্থন করে এসেছেন তাঁদের জন্য বিশেষ স্মৃতি তৈরি করতে চায় ম্যানেজমেন্ট। ভক্তরা যেন প্রিয় দলের জেতা ট্রফি চাক্ষুষ করতে পারেন, সেজন্যই আইপিএল ট্রফি নিয়ে যাওয়া হবে ৯টি শহরে। ট্রফি দেখা ছাড়াও কেকেআরের তরফে বিশেষ উপহার জেতার সুযোগ থাকবে ভক্তদের কাছে।

কবে কোথায় ট্রফি নিয়ে যাওয়া হবে এই অভিনব উদ্যোগের মাধ্যমে? ট্রফি টুর শুরু হবে আগামী শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি থেকে। গুয়াহাটি থেকে শুরু হবে ট্রফি টুর। অসমের রাজধানীর সিটি সেন্টারে রাখা হবে ট্রফি। তারপর ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বরের নেক্সাস এসপ্ল্যানেড মল, ২১ ফেব্রুয়ারি জামশেদপুরের হাই-টেক মল, ২৩ ফেব্রুয়ারি রাঁচির জেডি হাই স্ট্রিট মল, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট মলে ঘুরবে আইপিএল ট্রফি।

ভিনরাজ্যের পর্ব সেরে ২ মার্চ বাংলায় ঢুকবে কেকেআরের ট্রফি টুর। ওইদিন শিলিগুড়ির সিটি সেন্টার মলে থাকবে ট্রফি। তবে ৭ মার্চ ফের পড়শি রাজ্যে আইপিএল ট্রফি চলে যাবে। পাটনার সিটি সেন্টার মলে ট্রফি রাখা হবে। ৯ মার্চ ট্রফি আনা হবে দুর্গাপুরের জাংশন মলে। ট্রফি টুর শেষ হবে তিলোত্তমায় এসে। ১২ মার্চ সিটি সেন্টার মল এবং ১৬ মার্চ সাউথ সিটি মলে ট্রফি রাখা হবে ভক্তদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *