সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে তিনিই সবচেয়ে দামি প্লেয়ার। কিন্তু অতীতের প্লেয়াররা যদি এই সময়ে খেলতেন তাহলেও কি এরকম দাম পেতেন? সুনীল গাভাসকর মনে করেন, অবশ্যই পেতেন। সেক্ষেত্রে আইপিএলের নিলামে কে পেতেন ২৭ কোটি টাকা?
ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন গাভাসকর। সেখানেই তাঁর ঘোষণা, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ারও আইপিএলে সবচেয়ে দামী প্লেয়ার হতেন। গাভাসকর বলেন, “ঋষভ পন্থ আইপিএল নিলামে কত টাকা পেয়েছিল? আমার মতে ফারুখ ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটত।”
ফারুখ ইঞ্জিনিয়ার ভারতের হয়ে ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত খেলেছেন। দেশের হয়ে ৪৬টি টেস্টে ২৬১১ রান করেছিলেন। দুটি সেঞ্চুরিও আছে। সর্বোচ্চ ১২১। অন্যদিকে ওয়ানডেতে ৫টি ম্যাচ খেলে ১১৪ রান করেছিলেন ফারুখ। একটি হাফসেঞ্চুরিও আছে। এর পাশাপাশি ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন। সেখানে তাঁর সতীর্থ ছিলেন ক্লাইভ লয়েড। ১৯৫০ সাল থেকে সাফল্য না পাওয়া ল্যাঙ্কাশায়ারকে চারবার জিলেট কাপ ও দু’বার জয় প্লেয়ার লিগ জিতিয়েছিলেন দুই মহাতারকা।
১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৭৫টি ম্যাচে ফারুখ ইঞ্জিনিয়ার ৫,৯৪২ রান করেছেন। নিয়েছেন ৪২৯টি ক্যাচ। স্টাম্পিং করেছেন ৩৫টি। ফারুখ ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েডকে সম্প্রতি অনন্য সম্মান দিয়েছে তাঁদের প্রাক্তন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরুর আগে ম্যাঞ্চেস্টারে তাঁদের নামে স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে।