আইপিএলের আগেই নিয়মে বড়সড় বদল, বাড়তি সুবিধা পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো!

আইপিএলের আগেই নিয়মে বড়সড় বদল, বাড়তি সুবিধা পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে নিয়মে বদল আনতে চলেছে বিসিসিআই। চোট পাওয়া ক্রিকেটারের বদলি নিয়ে নিয়মে সুবিধা পেতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএলে আগে নিয়ম ছিল, যদি কোনও ক্রিকেটার মরশুমের মাঝে চোটের জন্য বাদ পড়তেন, তাহলে নতুন বদলি প্লেয়ারকে বাকি মরশুমের জন্য রাখতে হত। নতুন নিয়মে সেটার প্রয়োজন পড়বে না। রিপোর্ট অনুযায়ী, এবার বদলি প্লেয়ারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য দলে নিতে পারবে ওই ফ্র্যাঞ্চাইজি। সেটা একটা ম্যাচের জন্য হতে পারে, আবার বেশ কয়েকটি ম্যাচের জন্যও হতে পারে। কিন্তু বাকি মরশুমের জন্য প্লেয়ার দলে নেওয়ার ব্যাপার থাকছে না।

যদিও এই নিয়ম সব ধরনের ক্রিকেটারের জন্য প্রযোজ্য নয়। এই সুবিধা শুধুমাত্র উইকেট কিপারদের জন্য প্রযোজ্য হবে। তাও সেটা সব উইকেট কিপার আহত হলে তবেই। অর্থাৎ, যদি একটা দলের সব উইকেট কিপার চোট পেয়ে বাইরে চলে যায়, তবে নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য নিলামে অবিক্রিত ক্রিকেটার দলে নিতে পারবে। আবার যদি, মূল দলের উইকেট কিপার চোট সারিয়ে ফিরে আসেন, তাহলে বদলি ক্রিকেটারকে ছেড়েও দিতে পারবে ওই ফ্র্যাঞ্চাইজি।

নিয়ম এখানেই শেষ হচ্ছে না। দেশি হোক বা বিদেশি, যে কোনও উইকেট কিপার আহত হলেও, শুধুমাত্র দেশি উইকেট কিপার দলে নেওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই অবিক্রিত প্লেয়ারদের তালিকা তৈরি করছে। যদি কোনও দল যোগাযোগ করে, সেখান থেকে প্লেয়ার নেওয়া যাবে। যদি কোনও প্লেয়ার চোট পায় বা ব্যক্তিগত কারণ বা জাতীয় দলের ম্যাচের জন্য ১২তম ম্যাচের আগে দল ছাড়ে, তাহলে বিসিসিআইয়ের তালিকা থেকে ওই ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার নিতে পারবে। এটা অবশ্য সব ধরনের ক্রিকেটারের জন্য প্রযোজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *