আইপিএলেও স্ত্রী-বান্ধবীদের নিয়ে বেনজির কড়াকড়ি বোর্ডের, জারি নয়া নির্দেশিকা

আইপিএলেও স্ত্রী-বান্ধবীদের নিয়ে বেনজির কড়াকড়ি বোর্ডের, জারি নয়া নির্দেশিকা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু জাতীয় দলের ড্রেসিংরুমে নয়। আইপিএলের দলগুলির ড্রেসিংরুমেও আর অবাধ নয়! ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীদের প্রবেশ নিয়ে কড়া নির্দেশিকা জারি করল বোর্ড। জানিয়ে দেওয়া হল, ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবী বা পরিবারের অন্য সদস্যরা আর আইপিএলের সময়ও দলের ড্রেসিংরুমেও ঢুকতে পারবেন না।

গত ১৮ ফেব্রুয়ারি আইপিএলের আসন্ন মরশুমের রূপরেখা ঠিক করার জন্য সব ফ্র্যাঞ্চাইজির কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিল বিসিসিআই। সেই বৈঠকেই আগামী মরশুমে টিমের শৃঙ্খলা নিয়ে বেশ কিছু নিয়ম বলে দেওয়া হয়। সেগুলিই এবার নির্দেশিকা আকারে জানানো হল। তাতে একাধিক বিষয়ে বেনজির কড়াকড়ি করা হচ্ছে।

আইপিএলের নির্দেশিকা:
ক্রিকেটারদের স্ত্রী এবং পরিবারের সদস্যরা অনুশীলনের দিন বা ম্যাচের দিন ড্রেসিংরুমে ঢুকতে পারবেন না।
ম্যাচ বা অনুশীলনের দিন ড্রেসিংরুমে ঢুকবেন শুধু টিমের সদস্য এবং পরিচয়পত্র থাকা কর্মীরা। পরিবারের সদস্যরা ম্যাচ বা অনুশীলন দেখবেন হসপিটালিটি বক্স থেকে।
দলের ক্রিকেটাররা শুধু টিম বাসেই যাতায়াত করতে পারবেন। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন না। দরকারে দুভাগে ভাগ হয়ে যেতে হবে।
ক্রিকেটারদের পরিবারের সদস্য এবং বন্ধুরা আলাদা গাড়িতে যাতায়াত করতে পারবেন।
খেলার পিচে আর ফিটনেস পরীক্ষা নিতে পারবেন না ফিজিওরা। সেজন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।
ক্রিকেটারদের বেগনি টুপি এবং কমলা টুপি অন্তত দু’টি ওভার পরতে হবে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যাওয়া যাবে না হাতকাটা জার্সি বা হাফপ্যান্ট পরে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর কোচ গৌতম গম্ভীরের সুপারিশে ভারতীয় ক্রিকেটারদের জন্য একাধিক কড়া নিয়ম চালু করা হয়েছে। এবার আইপিএলেও একইরকম কড়াকড়ি শুরু হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *