আইএসআই যোগ রয়েছে গৌরব গগৈয়ের স্ত্রীর! বিস্ফোরক অভিযোগ বিজেপির, এল পালটা জবাবও

আইএসআই যোগ রয়েছে গৌরব গগৈয়ের স্ত্রীর! বিস্ফোরক অভিযোগ বিজেপির, এল পালটা জবাবও

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার সহকারী বিরোধী দলনেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে! বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। বলছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। পালটা জবাব দিয়েছেন গৌরবও। তাঁর বক্তব্য, নিজেদের বাঁচাতে ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন হিমন্ত।

বুধবার বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্ন পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। গৌরবের স্ত্রীর এখনও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করেছে বিজেপি। এ নিয়ে পোস্ট করেছেন হিমন্ত বিশ্বশর্মাও। গৌরবের নাম না করে তাঁর বক্তব্য, এক তরুণ নেতার স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠছে। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ওই নেতার উচিত এ নিয়ে সব তথ্য প্রকাশ করা।

অসম থেকে পর পর তিনবার লোকসভার সাংসদ হয়েছেন গৌরব। এবারও লোকসভায় তাঁকে ডেপুটি লিডার হিসাবে বেছেছে কংগ্রেস। বস্তুত অসমে কংগ্রেসের মুখ হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে। স্ত্রীকে নিয়ে বিজেপির এই অভিযোগে স্বাভাবিকভাবেই তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। গৌরব যদিও সব অভিযোগ ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন।

লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার সলমন খানের ‘এক থা টাইগার’ ছবির চিত্রনাট্য উল্লেখ করে বলছেন, “এটা হাস্যকর অভিযোগ। আমার স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয়, তাহলে এক থা টাইগার ছবির মতো আমি নিশ্চয় RAW এজেন্ট।” গৌরব বলছেন, “রাজনৈতিক উদ্দেশ্যেই এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে পরিবারের বিরুদ্ধে একের পর এক জমি দখলের অভিযোগ উঠছে, মানহানির মামলা হচ্ছে। তাই নিজেদের বাঁচাতে এসব বলছেন গৌরব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *