‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়ে প্রতিবাদ! ‘মৌচাকে ঢিল পড়েছে…’, টলিউড উত্তাল হতেই ফের বিস্ফোরক অরিন্দম শীল

‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়ে প্রতিবাদ! ‘মৌচাকে ঢিল পড়েছে…’, টলিউড উত্তাল হতেই ফের বিস্ফোরক অরিন্দম শীল

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


স্টাফ রিপোর্টার: টাকা-ফোনের বিনিময়ে টলি তারকাদের একাংশ আর জি কর আন্দোলনে যোগ দেওয়ার খবর ঘিরে উত্তাল টালিগঞ্জ। আর একই সঙ্গে আন্দোলনকারী তারকাদের কথায় ভিন্ন সুর খুঁজে পেল সমাজমাধ্যম। আর জি কর আন্দোলনের মিছিলে, অবস্থানে ‘অ্যাপিয়ারেন্স ফি’ নিয়ে অংশ নিয়েছিলেন টলিউডের একাংশ তারকারা! তাঁদের মধ্যে নাকি বেশিরভাগই মহিলা! টালিগঞ্জের অন্দরের সহশিল্পীদের কাছে অভিযোগ শুনে এমন তথ্যই প্রকাশ্যে এনেছিলেন পরিচালক অরিন্দম শীল। সোমবার সকালে এই খবরই ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশ হওয়ার পরে রীতিমতো হইচই পড়ে যায় টলিপাড়ার ইন্ডাস্ট্রিতে। অরিন্দম শীলকে পালটা নাম প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানান অনেকে। এবার সেই প্রেক্ষিতেই আরও বিস্ফোরক টলিউড পরিচালক।

জানা যায়, সোশাল মিডিয়ায় বিভিন্ন শিল্পীর তরফে একের পর এক আক্রমণ, এমনকী ব্যক্তি আক্রমণও ধেয়ে আসে পরিচালকের বিরুদ্ধে। আর সেই খবরকে সামনে রেখেই আন্দোলনে অংশগ্রহণকারী অন্যতম দুই মুখ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং দেবলীনা দত্তর ভিন্ন সুর প্রকাশ পেল সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবলীনা বলেছেন, “যখন মানুষের ঢল রাস্তায় নেমেছিল, তখন কি এগুলো শুনিনি? তখনও শুনেছি, নিয়মিত শুনছি। আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি।” দেবলীনা যখন সেই অভিযোগের কথা আগেও শুনেছেন বলে দাবি করছেন, তখন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিজের সোশাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে লিখেছেন, ‘টালিগঞ্জের স্টুডিওর সাজঘরে বসে লিখছি। আমি এই অঞ্চলে কান পেতে এরকম কিছু শুনতে পাইনি আজ পর্যন্ত।’ যদিও আগেই পরিচালক অরিন্দম শীল জানিয়েছিলেন, “এই অভিযোগ আমার নয়। এটা এখন আমাদের ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। আমি নিজে কিছু বলছি না। টালিগঞ্জে কান পাতলেই সব শোনা যাচ্ছে। আর এই সব গোপন কথা আন্দোলনে যাঁরা প্রথমসারিতে ছিলেন, তাঁরাই এখন অনেকে তাঁদের সহশিল্পীদের নামে বলে বেড়াচ্ছেন। এটা অত্যন্ত লজ্জাজনক।”

সোমবার এই খবর প্রকাশের পর সোশাল মিডিয়ায় কার্যত ঝড় বয়ে যায়। আর জি কর আন্দোলন নিয়ে যখন একের পর এক ভুয়ো তথ্য সামনে আসছে, তখন এই বিস্ফোরক তথ্য ঘিরে সমালোচনা তুঙ্গে ওঠে। অনেকেই মন্তব্য করেন, “তখনই বোঝা গিয়েছিল, তারকারা নিজেদের প্রচারের জন্য মাস দুয়েক আন্দোলনে ছিলেন। পুজোর পর আন্দোলন থেকে কার্যত সরে গিয়েছেন তাঁরা।” কেউ কেউ অরিন্দমবাবুকে ব্যক্তিগত আক্রমণও করেছেন। সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, ঋদ্ধি সেন, দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল অনেকেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন। এবং নামপ্রকাশের দাবিও জানিয়েছেন। কিন্তু টলিপাড়ার অনেকেই এই নিয়ে আবার মুখে কুলুপও এঁটেছেন। কয়েকজন তারকার মন্তব্যে নেটাগরিকরা আবার প্রশ্নও তুলেছেন। এই সব শুনে এদিন টেলিফোনে অরিন্দমবাবু বলেন, “আমি তো কখনওই নিজে অভিযোগ করিনি। ইন্ডাস্ট্রির সহশিল্পীরাই এখন এই কথাগুলি বলছেন। এটা তো খুবই দুঃখের কথা। আমার কাছেও দুঃখজনক। কারণ আমি সহশিল্পীদের নামে সেটা শুনছি। এখন মৌচাকে ঢিল পড়েছে। কী আর করা যাবে।” তবে দুই অভিনেত্রীর দু’রকম কথায় অবাক পরিচালক বলেছেন, “এখানেই তো পরিষ্কার একজন বলছেন আমি আগেও শুনেছি, আরেকজন বলছেন আমি শুনিনি। নিজেরাই দু’রকম কথা বলছেন।”

গত আগস্ট মাসে আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পথে নেমেছিলেন টালিগঞ্জের অনেক শিল্পী। কেউ কেউ নিয়মিত মিছিলে, অবস্থানে অংশ নিয়েছেন। আর উত্তাল পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলন আরও মজবুত করতে অভিযোগ উঠেছিল শিল্পীদের একাংশকে কার্যত ব্যবহার করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *