সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে কবে ফিরবেন ঋষভ পন্থ? ভারতীয় দলের এই উইকেটরক্ষকের চোট নিয়ে নানান জল্পনা রয়েছে। কখনও শোনা গিয়েছে, সময়ের আগেই সেরে উঠছেন তিনি। কখনও প্রকাশ্যে এসেছে স্বাভাবিকভাবে তাঁর হাঁটাচলার খবর। পন্থের চোট নিয়ে আবারও এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, তাঁর চোট সারতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজ তো বটেই অস্ট্রেলিয়া সিরিজেও অনিশ্চিত তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে কম করে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে পন্থের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট ধরলে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না পন্থ। এরপর ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। অজিভূমেও পন্থের সার্ভিস পাওয়া যাবে কি না, তা নিয়েও এখন থেকে সংশয়। গুরুত্বপূর্ণ এই সিরিজে পন্থ না থাকলে সেটা কিন্তু ভারতীয় দলের কাছে বড় ধাক্কা হতে চলেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ এবং পরবর্তী অস্ট্রেলিয়া সফর মিস করলে নভেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে পন্থের। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ রয়েছে। আশা করা যাচ্ছে, প্রোটিয়াদের বিরুদ্ধে সম্পূর্ণ সেরে উঠবেন পন্থ।
উল্লেখ্য, অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির তৃতীয় টেস্ট চলাকালীন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে চোট পেয়েছিলেন পন্থ। তাঁর পায়ের পাতা ভাঙে। তখন জানা গিয়েছিল, অন্তত ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন পন্থ। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই চোট সারিয়ে উঠতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন