অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের মেয়েদের, ওয়ানডে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সালে’ ধাক্কা হরমনপ্রীতদের

অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের মেয়েদের, ওয়ানডে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সালে’ ধাক্কা হরমনপ্রীতদের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হার ভারতের মেয়েদের। সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই সিরিজকে বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ বলে মনে করা হচ্ছে। কিন্তু সেখানে প্রথম ম্যাচেই ধাক্কা হরমনপ্রীতদের জন্য। স্মৃতি মন্ধানা-প্রতীকা রাওয়ালরা বিশ্বরেকর্ড গড়লেও ৮ উইকেটে হারল ওমেন্স ইন ব্লু।

পাঞ্জাবের মুল্লানপুরে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। সেখানে শুরু থেকেই দাপট দেখান প্রতীকা ও স্মৃতি। প্রতীকা ৬৪ রান করে আউট হন। অন্যদিকে স্মৃতি ফিরে যান ৫৮ রানে। দুজনের জুটিতে উঠে যায় ১১৪ রান। মাত্র ১৫ ইনিংসে দুজনে মিলে ৯৫৮ রান করে ফেললেন। একবছরে এটাই কোনও জুটির সর্বোচ্চ রান। তাঁরা ফিরে যাওয়ার পরও ভারতের ইনিংসের গতি থামেনি। ঝোড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি করেন হরলিন দেওল। তিনি ৫৭ বলে ৫৪ রান করেন। তবে হরলিন ফিরে যাওয়ার পর আর প্রত্যাশামতো রান ওঠেনি। রান পাননি হরমনপ্রীত কৌর (১১) ও জেমাইমা রদ্রিগেজ (১৮)। শেষের দিকে বাংলার রিচা ঘোষ (২৫), দীপ্তি শর্মা (২০), রাধা যাদব (১৯) দ্রুত রান তোলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায় ২৮১।

তবে হরমনপ্রীতকে চিন্তায় রাখবে বোলিং বিভাগ। ক্রান্তি গৌড়, স্নেহ রানারা একেবারেই দাগ কাটতে পারেননি। প্রথমজন ৫৫ রান দিয়ে ১ উইকেট পান। অন্যজন ৫১ রান দিয়ে ১ উইকেট পান। আবার উইকেট পাননি দীপ্তি শর্মা, রাধা যাদব। সব মিলিয়ে প্রথম ম্যাচের নিরিখে চিন্তার নাম ভারতীয় বোলিং। সেই সুযোগ নিতে ভুল করেননি অ্যালিসা হিলিরা। অজি অধিনায়ক ২৭ রান করে ফিরলেও ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি তাদের। এমনকী তারকা ব্যাটার এলিসে পেরি ৩০ রান করে রিটায়ার্ড আউট হন। তবে একা ফিবি লিচফিল্ড ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দেন। তিনি ৮০ বলে ৮৮ রান করেন। ফিবি ফিরলে বাকি কাজ শেষ করেন বেথ মুনি (৭৭) ও অ্যানাবেল সাদারল্যান্ড (৫৪)। শেষ পর্যন্ত ৩৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *