অস্কার দৌড়ে প্রিয়াঙ্কা চোপড়া, গুনীত মোঙ্গা প্রযোজিত ‘অনুজা’

অস্কার দৌড়ে প্রিয়াঙ্কা চোপড়া, গুনীত মোঙ্গা প্রযোজিত ‘অনুজা’

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অস্কারের (Oscars 2025) দৌড়ে ভারতীয় ছবি। এবার হিন্দিভাষী স্বল্প দৈর্ঘের ছবি ‘অনুজা’ সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন পেল। মার্কিন পরিচালক অ্যাডাম জে গ্রেভস পরিচালিত এই স্বল্প দৈর্ঘের ছবি সংশ্লিষ্ট বিভাগে ‘আ লিয়েন’, ‘আই অ্যাম নট রোবট’, ‘দ্য লাস্ট রেঞ্জার’ এবং ‘দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট’-এর মতো চারটি সিনেমার সঙ্গে লড়বে।

বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘অনুজা’। সিনেমার গল্প কীরকম? ‘অনুজা’ হল এক নয় বছর বয়সি মেয়ের গল্প। যে তার বড় বোন পলকের সঙ্গে পাড়া-গলির এক পোশাক কারখানায় দিনরাত এক করে কাজ করে। তবে তার এহেন দিন গুজরানের মাঝেই একদিন এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় অনুজাকে যা কিনা ভবিষ্যতে তার পরিবারকে বড়সড়ভাবে প্রভাবিত করে। এভাবেই এগিয়েছে স্বল্প দৈর্ঘের হিন্দি ছবি ‘অনুজা’র গল্প। গুনীত মোঙ্গা প্রযোজিত যে ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধেয় ২০২৫ সালের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হল। কথা ছিল, ১৭ জানুয়ারি ৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। কিন্তু ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলের জন্যই সেটা পিছিয়ে যায়। ‘অনুজা’ টিমের সঙ্গে যুক্ত হতে পেরে প্রিয়াঙ্কা আগেভাগেই উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছিলেন, “এই ছবিটি এমন একটি বিষয়ের উপর আলোকপাত করে যা কিনা সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশুকে প্রভাবিত করবে বলে আমার বিশ্বাস। ‘অনুজা’র গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে। এমন দারুণ একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *