অস্কার থেকে ছিটকে গেল প্রিয়াঙ্কা চোপড়ার ‘অনুজা’, দাপট ‘আনোরা’র, একনজরে ‘সেরা’র তালিকা

অস্কার থেকে ছিটকে গেল প্রিয়াঙ্কা চোপড়ার ‘অনুজা’, দাপট ‘আনোরা’র, একনজরে ‘সেরা’র তালিকা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার, ৩ মার্চ ৯৭তম একাডেমি পুরস্কার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি প্রথমবারের মতো উপস্থাপনা করছেন প্রাক্তন ‘লেট নাইট শো’ সঞ্চালক কোনান ও’ব্রায়ান। চলতি বছর ভারতের একমাত্র আশার সলতে প্রিয়াঙ্কা চোপড়া নিবেদিত স্বল্পদৈর্ঘ্যের ছবি অনুজা থাকলেও, মান ‘রক্ষে’ হয়নি! কারণ সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে ‘আই অ্যাম নট আ রোবট’ ছবিটির কাছে পরাজিত হয়েছে ‘অনুজা’। উল্লেখ্য, এবারের অস্কার মঞ্চে শন বেকার পরিচালিত ‘আনোরা’ ছবিটির জয়জয়কার। সেরা পরিচালক, সেরা অভিনেত্রীর পাশাপাশি একাধিক বিভাগে বাজিমাত করেছে এই ছবি। তার সঙ্গে পাল্লা দিল ‘দ্য ব্রুটালিস্ট’। মনোনয়নের তালিকায় ‘এমিলিয়া প্যারেজ’ এবং ‘উইকড’-এর দাপট থাকলেও শেষ হাসি কারা হাসলেন? একনজরে তালিকা দেখে নিন।

অস্কার ২০২৫ সেরার তালিকা

অস্কার মঞ্চে সেরা অভিনেতা আদ্রিয়েঁ ব্রুডি (দ্য ব্রুটালিস্ট), সেরা অভিনেত্রী মাইকি ম্যাডিসন (আনোরা)

সেরা সিনেমা- আনোরা
সেরা পরিচালক- শন বেকার (আনোরা)
সেরা অভিনেতা- আদ্রিয়েঁ ব্রুডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী- মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা সহ অভিনেতা- কিয়েরান কালকিন (আ রিয়াল পেইন)
সেরা সহ অভিনেত্রী- জোয়ি সলদানা (এমিলিয়া প্যারেজ)
সেরা সিনেম্যাটোগ্রাফি- লল ক্রাউলে (দ্য ব্রুটালিস্ট)
সেরা অরিজিন্যাল চিত্রনাট্য- শন বেকার (আনোরা)
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য- কনক্লেইভ
সেরা মৌলিক সুর- ড্যানিয়েল ব্লুমবার্গ (দ্য ব্রুটালিস্ট)
সেরা সাউন্ড- ডুন পার্ট টু
সেরা ভিজ্যুয়াল এফেক্ট- ডুন পার্ট টু
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া প্যারেজ)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- আই এম স্টিল হেয়ার
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম- দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
সেরা সম্পাদনা- আনোরা
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম- নো আদার ল্যান্ড
সেরা অ্যানিমেটেড ফিল্ম- ফ্লো
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস
সেরা পোশাকশিল্পী- পল টেজওয়েল (উইকড)
সেরা মেকআপ, হেয়ার স্টাইলিং- দ্য সাবস্ট্যান্স
সেরা প্রোডাকশন ডিজাইন- উইকড
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম- আই অ্যাম নট আ রোবট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *