সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক। রবিবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হল হাসপাতালে। বিজেডি দলের তরফে জানানো হয়েছে বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকদিন হল রাজনীতি থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন ৭৮ বছর বয়সি নবীন। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতাতেও ভুগছেন। এবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নবীনের শুভানুধ্যায়ীরা।
এক বিজেডি নেতার উদ্ধৃতি তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শীঘ্রই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বুলেটিন প্রকাশ করা হবে।” দলের তরফে জানানো হয়েছে শনিবার রাতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন নবীন পট্টনায়েক। তাঁর ব্যক্তিগত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর নবীনকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেল ৫টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী সমস্যার জন্য নবীনকে হাসপাতালে ভর্তি করানো হল সে বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ২২ জুন মুম্বইয়ের একটি হাসপাতালে সার্ভিকাল আর্থ্রাইটিসের জন্য মেরুদণ্ডের অস্ত্রোপচার করেন পট্টনায়েক। সফল অস্ত্রোপচারের পর ১২ জুলাই ওড়িশায় ফিরে আসেন। ২১ দিন চিকিৎসা সেরে ভুবনেশ্বর ফেরার পর বিজেডি নেতাদের তরফে অভ্যর্থনা জানানো হয় নবীনকে। হাজার হাজার বিজেডি সমর্থক রাস্তায় দাঁড়িয়ে ‘জয় জগন্নাথ’ স্লোগান তোলেন। এর ফের তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন বিজেডির কর্মী-সমর্থকরা।