অষ্টমীর লুক হোক নজরকাড়া, সেজে উঠুন টলিপাড়ার এই নায়িকাদের স্টাইলে

অষ্টমীর লুক হোক নজরকাড়া, সেজে উঠুন টলিপাড়ার এই নায়িকাদের স্টাইলে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূর্গাপুজোর অষ্টমী মানেই সারা পুজোর সেরা সাজে সেদিন সেজে ওঠা। পাটভাঙ্গা শাড়ি, গয়না, চুলের স্টাইল সবমিলিয়ে এই দিনটা হয়ে ওঠে একটু অন্যরকম। কেউ কেউ আবার পছন্দ করেন সাবেকি সাজে সেজে উঠতে। আর এই বছরের পুজো একেবারে দোরগোরায়। কীভাবে এই পুজোর অষ্টমীতে সেজে উঠবেন ভাবছেন? তাহলে ফলো করতে পারেন টলিপাড়ার নায়িকাদের স্টাইল স্টেটমেন্ট।

নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাড়ি ও সাবেকি সাজে টলিপাড়ার লেডি সুপারস্টার বরাবরই হিট। অষ্টমীর সাজে নায়িকার মতো সেজে উঠতে চাইলে পরতেই পারেন এমন হালকা সিক্যুইনের শাড়ি সঙ্গে ভারি কাজের জমকালো ব্লাউজ, সাবেকি গয়না ও মানানসই মেকআপ, হেয়ারস্টাইল। কপালে ছোট্ট টিপ, আর একগাল হাসি। সবমিলিয়ে আপনার অষ্টমীর সাজ হয়ে উঠবে লাজবাব।

যদি অষ্টমীতে চান লাল টুকটুকে শড়িতে সাজতে তাহলে ফলো করতেই পারেন নায়িকা ঋতাভরী চক্রবর্তীর এই লুক। জমকালো লাল শাড়ি, গলায় কুন্দনের কাজ করা ভারী চোকার। মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলে লাল রঙে রঙিন হয়ে উঠবে আপনার অষ্টমীর সাজ।

একটু জমকালো মেকআপ গয়না অথচ হালকা রঙের শাড়িতে সেজে উঠতে চাইলে ফলো করতে পারেন মিমি চক্রবর্তীর এই লুক।গায়ের রঙের সঙ্গে মানানসই কোনও হালকা রঙের শাড়ির সঙ্গে সলিড রঙের ব্লাউজ ও ভারী গয়নায় সেজে উঠুন অষ্টমীর সকাল বা সন্ধ্যায়। কপালে থাকুক একটা টিপ সঙ্গে পারফেকট মেকআপ আর হেয়ারস্টাইল।


যদি অষ্টমীর সাজে সাবেকিয়ানার বদলে একটু ফিউশন লুক চান আপনি তাহলে ফলো করতে পারেন মনামী ঘোষের এই লুক। ওয়েস্টার্ন টপ বা স্লিভলেস ব্লাউজের সঙ্গে প্রিন্টেড বা ফ্যাশন ইন সলিড রঙের কোনও শাড়ির সঙ্গে পারফেকট মেকআপ ও হেয়ারস্টাইলে হয়ে উঠুন অষ্টমীর সন্ধ্যায় অনন্যা।

যদি সাবেকি লুকের বদলে জমকালো সাজে সাজতে চান তাহলে চোখ বন্ধ করে ফলো করতে পারেন নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের এই লুক। জমকালো কমলা রঙের শাড়ির সঙ্গে জমকালো ব্লাউজ সামান্য গয়না ও মেকআপ। ব্যস আপনার অষ্টমীর সাজ সম্পূর্ণ। যেহেতু শাড়ি ও ব্লাউজ দুইই বেশ ভারি কাজের তাই গয়না বেশি না পরার চেষ্টাই করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *