সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমীর পর নবমীতে অন্য মেজাজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর কলকাতার চালতাবাগানের পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তিনি। সঙ্গে ছিল কন্যা আজানিয়া। চালতাবাগানের পুজো এবার ৮১ বছরে পদার্পণ করল। এবার এই পুজোর থিম ‘আমি বাংলায় বলছি’। প্রসঙ্গত, গতকাল, মঙ্গলবার বিকেলেও মেয়েকে নিয়ে কলকাতার বেশ কয়েকটি মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করেছিলেন তিনি।
নবমীর দুপুরের পর আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে শহর কলকাতায়। যদিও কিছু সময় পর দুর্যোগ কেটে যায়। এদিন বিকেলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্যা আজানিয়াকে নিয়ে চালতাবাগানের পুজো মণ্ডপে পৌঁছন। ‘আমি বাংলায় বলছি’, এবার এই থিম চালতাবাগানের পুজোর। মণ্ডপের বিভিন্ন অংশ মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেন তিনি। দুর্গাপ্রতিমা দর্শন করেন। শিল্পী মণ্ডপের থিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বলেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]