অশ্বিনের অনুরোধ রাখেননি ধোনি! বদলে সিএসকে’র সতীর্থ স্পিনারকে কী উপহার মাহির?

অশ্বিনের অনুরোধ রাখেননি ধোনি! বদলে সিএসকে’র সতীর্থ স্পিনারকে কী উপহার মাহির?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পর অবসর নেওয়ার সময় এই স্পিনারের সিদ্ধান্ত চমকে দিয়েছিল অনেককে। কিন্তু অনেকেই তাজ্জব হবেন, দেশের হয়ে ১০৬ টেস্ট খেলা অশ্বিন নিজের শততম টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন। এমনই মন্তব্য করেছেন টেস্ট ক্রিকেটে ৫৩৭ উইকেটের মালিক।

২০২৪-এর ৭ মার্চ। ধরমশালায় মুখোমুখি ভারত-ইংল্যান্ড। সিরিজের এই পঞ্চম ম্যাচটি খেলার পরই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন। এমনকী সেই টেস্ট দেখার জন্য মহেন্দ্র সিং ধোনিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। নিজের সেঞ্চুরি টেস্টে ৯ উইকেট নিয়ে ব্রিটিশদের গুঁড়িয়ে দিয়েছিলেন। ভারত ওই ম্যাচ এক ইনিংস ও ৬৪ রানে জেতে। সিরিজও ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে দুরমুশ করে নিজেদের পকেটে পুরে নেয় রোহিত বাহিনী।

সম্প্রতি, অশ্বিন এক চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। সংবাদমাধ্যমকে তিনি তাঁর শততম টেস্ট খেলে অবসরের কথা জানিয়েছেন। তিনি চেয়েছিলেন, ম্যাচটিতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁকে একটি স্মারক উপহার দিক। যদিও শেষমেশ সেটা হয়ে ওঠেনি। এই প্রসঙ্গে অশ্বিনের সংযোজন, “আমি চেয়েছিলাম ধরমশালায় আমার শততম টেস্টে এমএস ধোনি আমাকে স্মারক উপহার দিক। সেই কারণে আমি তাকে ফোন করেছিলাম। চেয়েছিলাম এটাই আমার শেষ টেস্ট হোক। কিন্তু ও আসতে পারেনি। আমি ভাবিনি যে, ধোনি আমাকে ফের সিএসকে দলে খেলার সুযোগ দিয়ে পালটা উপহার দেবে। এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তোমাকে ধন্যবাদ এমএস। আমি সিএসকে দলের সদস্য থাকতে পেরে খুবই আনন্দিত।”

তাছাড়া, চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর প্রথম মরশুমের কথা স্মরণ করেছেন অশ্বিন। এর জন্যও যে তিনি ধোনির কাছে চিরকাল ঋণী থাকবেন, সে প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ”২০০৮ সালে আমি সিএসকে ড্রেসিংরুমে বিখ্যাত সব ক্রিকেটারের সঙ্গে দেখা করেছিলাম। তার মধ্যে ছিলেন ম্যাথু হেডেন, এমএস ধোনিও। ২০০৮-এ আমি নবাগত। সেই সময় চেন্নাই দলে খেলেন মুথাইয়া মুরলীধরন। আমি ভাবতাম, যে দলে মুরলী রয়েছেন, সেখানে আমি কোথায় খেলব? ধোনি আমাকে যা দিয়েছে, তার জন্য আমি সারা জীবন তার কাছে ঋণী।”

উল্লেখ্য, আট মরশুম পর সিএসকের হয়ে মাঠে নামতে ছলেছেন অশ্বিন। ২০১৫ সালে শেষবারের মতো এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। এই অফ-স্পিনারকে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৯.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে। সিএসকেতে তিনি পাবেন দীর্ঘদিনের স্পিন-সঙ্গী রবীন্দ্র জাদেজাকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *