সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মাটি থেকে সরাসরি ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির! এক নৈশভোজে যোগ দিয়ে মুনিরের দাবি, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। তারা যদি নিজেদের বিপদ দেখতে পায় তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে বিপদে পড়বে। পাক সেনাপ্রধান আরও বলেন, ভারতের দিকে ছোড়ার জন্য মিসাইলের অভাব নেই পাকিস্তানের।
এই প্রথম আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেওয়া হল। রবিবার ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ ভারতের নাম না করলেও এই হুঁশিয়ারি ভারতকেই দিয়েছেন মুনির, এমনটাই মত বিশ্লেষকদের। পহেলগাঁও হামলার পর থেকেই একাধিকবার পরমাণু যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের একাধিক নেতা।
কেবল পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি নয়, সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতের উদ্দেশ্যে আগ্রাসী মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান। ওই নৈশভোজ থেকেই তিনি বলেন, “আমরা অপেক্ষা করব, ভারত কবে নতুন বাঁধ দেয়। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই ১০টা মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়। আমাদের কাছে মিসাইলের কোনও অভাব নেই, মনে রাখবেন।” উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরেই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। তার জেরে পাকিস্তানে ব্যাপক জলসংকট দেখা দিয়েছে।
প্রসঙ্গত, দু’মাসে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন মুনির। মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার অবসরগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এবার মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন পাক সেনাপ্রধান। উল্লেখ্য, এই কুরিল্লা অতীতে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন। দ্বিতীয়বার মার্কিন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ‘বন্ধু’ নরেন্দ্র মোদির দেশকে সরাসরি হুমকি দিলেন আসিম মুনির।