অবসর ভেঙে প্রত্যাবর্তনেই গোল সুনীলের, জয়ে ফিরল ভারত

অবসর ভেঙে প্রত্যাবর্তনেই গোল সুনীলের, জয়ে ফিরল ভারত

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরলেন সুনীল ছেত্রী। জয়ে ফিরল ভারতও। বুধবার ফ্রেন্ডলি ম্যাচে মলদ্বীপকে ৩-০ হারাল ভারত। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে বুধবারের ম্যাচ খেলতে নেমেছিলেন লিস্টন কোলাসোরা। সেই ম্যাচে জয় পেল ভারত। ব্লু টাইগার্সের কোচ হিসাবে প্রথমবার জয়ের স্বাদ পেলেন মানোলো মার্কুয়েজও।

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বুধবার মলদ্বীপ ম্যাচে একাধিক পরীক্ষা নিরীক্ষা করবেন কোচ মানোলো। এই ম্যাচে দলের সব ফুটবলরাকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চান তিনি, এমনটাই জানা গিয়েছিল। জল্পনা ছিল, পুরো ম্যাচে হয়তো খেলবেন না সুনীল। কিন্তু ৮৩ মিনিট পর্যন্ত মাঠে থাকলেন তিনি। যতটা সময় ছিলেন মাঠে, ছিনিমিনি খেললেন মলদ্বীপের রক্ষণ নিয়ে। দুরন্ত হেডে গোল করে ভারতীয় ফুটবলপ্রেমীদের মন ভরিয়ে দিলেন। জাতীয় দলের জার্সিতে এদিন ৯৫তম গোলটি করলেন সুনীল।

ম্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল ভারত। তবে প্রচুর সুযোগ এলেও গোল আসছিল না ব্লু টাইগার্স শিবিরে। ৩৪ মিনিটে গিয়ে গোলখরা কাটে রাহুল ভেকের শটে। ব্র্যান্ডনের শট থেকে অনবদ্য গোল করেন ভারতীয় দলের ডিফেন্ডার। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত। বিরতির পরও আক্রমণাত্মক মেজাজেই খেলা চালিয়ে যায় মার্কুয়েজের ছাত্ররা। ফলস্বরূপ ৬৬ মিনিটে লিস্টনের গোল। মহেশের পাস থেকে হেড মেরে গোলে বল জড়িয়ে দেন তিনি।

ম্যাচের মধুরেণ সমাপয়েৎ হল সুনীলের হেডে। ৭৬ মিনিটে বক্সের দিক বল ভাসিয়ে দেন মহেশ। কিন্তু নাগাল পাননি ফারুক। ফিরতি বল সুনীলের দিকে বাড়ান লিস্টন। দুরন্ত হেডে সোজা গোলে বল জড়িয়ে দেন অবসর ভেঙে ফেরা কিংবদন্তি। সবমিলিয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে স্বস্তি ভারতীয় শিবিরে। ৪৮৯ দিন পরে অবশেষে জয়ে ফিরল ব্লু টাইগার্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *