অবশেষে সাড়া ট্রাম্প সরকারের, কোমায় আচ্ছন্ন ভারতীয় তরুণীর বাবাকে ডাক ভিসার ইন্টারভিউয়ে

অবশেষে সাড়া ট্রাম্প সরকারের, কোমায় আচ্ছন্ন ভারতীয় তরুণীর বাবাকে ডাক ভিসার ইন্টারভিউয়ে

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেবল ভিসাটুকু পেতে চাই। যাতে ওখানে যেতে পারি।’ কাঁদতে কাঁদতে এমনই বলছেন নীলম শিণ্ডের বাবা। আমেরিকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নীলম। ওই ছাত্রী বর্তমানে কোমায় আচ্ছন্ন। এই পরিস্থিতিতে মেয়ের কাছে পৌঁছতে মরিয়া তাঁর পরিবার। আপৎকালীন ভিত্তিতে মার্কিন ভিসার জন্য ইন্টারভিউয়ের ডাক এসেছে। তার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়লেন নীলমের বাবা তানাজি শিণ্ডে।

ক্যালিফোর্নিয়ার হাসপাতালে রয়েছেন নীলম। কোমায় আচ্ছন্ন মেয়ের কাছে পৌঁছতে চাওয়া পরিবারের তরফে কেন্দ্রই ট্রাম্প প্রশাসনের কাছে আবেদন করে। অবশেষে হোয়াইট হাউস সাড়া দিয়েছে সেই আবেদনে। এই অবস্থায় নীলম বলছেন, ”আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকায় যেতে চাই।” এরপরই গলায় বাষ্প জমায় তিনি চুপ করে যান। নীলমের দাদা গৌরব তখন বলেন, ”অবসাদের কারণে বেশি কথা বলতে পারছে না বাবা।”

গত ১৪ ফেব্রুয়ারি কালিফোর্নিয়ার রাস্তায় একটি চারচাকা গাড়ি পিষে দেয় নীলম শিণ্ডে নামের বছর পঁয়ত্রিশের তরুণীকে। মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা নীলমকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করে পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই কোমায় চলে যান তিনি। ১৬ ফেব্রুয়ারি তানাজিরা জানতে পারেন দুর্ঘটনার কথা। তারপর থেকে ভিসার জন্য চেষ্টা করলেও এখনও ভিসার ব্যবস্থা হয়নি। অবশেষে আশার সোনালি আলো দেখা গিয়েছে। এবার ইন্টারভিউয়ে পাশ করে ভিসা হাতে পেতে চায় নীলমের পরিবার। তারপর দ্রুত পৌঁছতে চায় ক্যালিফোর্নিয়ায়।

জানা গিয়েছে, শুক্রবার মু্ম্বইয়ে সকাল ৯টায় ভিসার ইন্টারভিউ রয়েছে। এই সুযোগ পেয়ে আপ্লুত তানাজি। এবার দ্রুত ভিসা হাতে নিয়ে আমেরিকায় যেতে চান তাঁরা। একবার নিজের চোখে দেখতে পান নীলমকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *