অবশেষে ঘরে ফিরছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান, কিন্তু কীভাবে?

অবশেষে ঘরে ফিরছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান, কিন্তু কীভাবে?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক মাস কেরলে থাকার পর অবশেষে ঘরে ফিরতে চলেছে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান। গত ১৪ জুন কেরলে জরুরি অবতরণের পর থেকে টানা ২২ দিন রানওয়েতেই দাঁড়িয়ে ছিল বিশ্বের অন্যতম দামী যুদ্ধবিমানটি। অবশেষে ২২ দিন পর ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এসে পরীক্ষা করার পর বিমানটিকে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, বিমানটিকে দ্রুত ঠিক করে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্তা জানিয়েছে, ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের একটি দল যুদ্ধবিমানটির পরীক্ষা করছেন। তাঁরা বিমানটির যান্ত্রিক ত্রুটি খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। বর্তমানে সেটি ঠিক করার কাজ চলছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিমানটিকে টেক অফের উপযোগী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দেয় ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’। তারই অংশ হিসাবে আকাশে উড়েছিল ওই ‘এফ-৩৫বি’। গত ১৪ জুন ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা যুদ্ধ বিমানটির জ্বালানিতে টান পড়ে। এরপরই উড়ানটি কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কিন্তু পরে বিষয়টি জটিল হতে শুরু করে। জানা যায়, বিমানটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। তারপর থেকে একমাসের কাছাকাছি সময় কেরলের তিরুঅতন্তপূরম বিমানবন্দরে রয়েছে বিমানটি।

একটা সময় শোনা গিয়েছিল, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ভারতে মেরামত করা সম্ভব নয়। একটা সময় এও শোনা গিয়েছিল যে বিমানটিকে এয়ারলিফট করে ব্রিটেনে ফেরত নিয়ে যাওয়া হবে। সেই সব জল্পনার মধ্যে এবার খবর পাওয়া যাচ্ছে, টেক অফের উপযোগী করে আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিমানটিকে ব্রিটেনে নিয়ে যাওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *