সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিজেপির তোপের মুখে পড়লেন কংগ্রেস নেতা অজয় রাই। উত্তরপ্রদেশে হাত শিবিরের সভাপতি দাবি করেছেন, যেভাবে গত মে মাসে পাকিস্তানে হওয়া অপারেশন নিয়ে সেনাকর্তাদের বিভিন্ন বয়ান সামনে আসছে তা থেকে মনে হচ্ছে গোটা বিষয়টায় কোনও গোলমাল রয়েছে।
সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করেন ভারতের বায়ুসেনা প্রধান, সেনা প্রধান প্রমুখ। আর এরপরই উদয় রাইকে বলতে শোনা গিয়েছে, ”সিডিএস একরকম বলছেন। আবার সেনাপ্রধান অন্য কথা বলছেন। বিভিন্ন ভাবে বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে ভিন্ন ভিন্ন লোকের মুখে। যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কিছু একটা গোলমাল তো রয়েছেই। সত্য ও বাস্তবটা দেশের মানুষের সামনে আনা হোক। পুরোটা পরিষ্কার করে দেওয়া হোক।”
আর এমন মন্তব্যের পরই পালটা দিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেছেন, ”সেনার অপমান আর পাকিস্তানের গুণগান! এটাই হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের পরিচয়। অজয় রাই বলছেন যে কিছু একটা অবশ্যই ভ্রান্তি রয়েছে, তাই বারবার বলা হচ্ছে। যদি না বলা হত, তাহলে আবার কেন বলা হচ্ছে না, এটা বলা হত। আবার কিছু বলা হলে কংগ্রেসই বলতে থাকে যে কিছু একটা গোলমাল রয়েছে!”
বিজেপির আরেক মুখপাত্র তুহিন সিনহা বলেছেন, ”আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলা এবং অপারেশন সিঁদুরের সাফল্যে অবিশ্বাস করা লজ্জাজনক। স্যাম পিত্রোদা হোক বা অজয় রাই, এঁরা আসলে তাঁদের বস রাহুল গান্ধীর মনের কথা এবং ভাষাই বলে। অন্ধের মতো রাহুলের ভারতবিরোধী রাজনীতিকেই অনুসরণ করে।”
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোররাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি।