অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর হোয়াটসঅ্যাপ স্টেটাস! চেন্নাইয়ে সাসপেন্ড অধ্যাপিকা

অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর হোয়াটসঅ্যাপ স্টেটাস! চেন্নাইয়ে সাসপেন্ড অধ্যাপিকা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হল চেন্নাইয়ের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে। জানা গিয়েছে, ভারতের অপারেশন সিঁদুরের পর তিনি নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে কটূ বক্তব্য রেখেছিলেন এই বিষয়ে। এরপরই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, অধ্যাপিকার এই পোস্টটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গোটা বিষয়টিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘অনৈতিক কার্যকলাপ’ বলে উল্লেখ করে একটি বিবৃতিও জারি করেছে। সূত্রের খবর, ওই অধ্যাপিকার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *