অপারেশন সিঁদুর নিয়ে অপপ্রচার! চিনের ‘গ্লোবাল টাইমস’-এর এক্স হ্যান্ডেল ব্লক দিল্লির

অপারেশন সিঁদুর নিয়ে অপপ্রচার! চিনের ‘গ্লোবাল টাইমস’-এর এক্স হ্যান্ডেল ব্লক দিল্লির

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা সরকার পরিচালিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমসে’র এক্স হ্যান্ডেল ‘ব্লক’ করল ভারত। এ দেশে ওই অ্যাকাউন্টটির কোনও কার্যকলাপ আর দেখা যাবে না। ‘গ্লোবাল টাইমস’ ভারতীয় সেনার অভিযান ‘অপরেশন সিঁদুর’ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ। পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে হত্যার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারত। এই হামলা নিয়েই চিনা মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। ‘গ্লোবাল টাইমস’-এর মতোই অভিযুক্ত সংবাদসংস্থা ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডল। সেটিকেও ভুল তথ্য পরিবেশনের অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে বেজিংয়ের ভারতীয় দূতাবাস নিন্দা করেছিল গ্লোবাল টাইমসের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন নিয়ে। পাশাপাশি তাদের সম্প্রচার নিয়ে সতর্কও করা হয়েছিল। দূতাবাসের বার্তায় বলা হয়, “প্রিয় গ্লোবালটাইমস আমাদের সুপারিশ হল বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার আগে তথ্য যাচাই করুন এবং তথ্যের উৎসগুলি যাচাই করুন।” পাশাপাশি দূতাবাসের এক্স হ্যান্ডেলে আরও জানানো হয়, পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কিত ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে।

অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান, বাংলাদেশ ও চিন মিথ্যাচার চালাচ্ছে ৭ মে পাকিস্তান ও পিওকেতে অভিযান চালানোর পর থেকেই। মূল যুদ্ধের সমান্তরাল এডিট করা বিকৃত, পুরনো ছবি এবং ভুল তথ্যেরও যুদ্ধ চলছে। এই অবস্থায় ভারত বিরোধীতার অভিযোগে আগেই অনেকগুলি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছিল ভারত সরকার। উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করেন ‘ফ্যাক্ট চেকার’ মহম্মদ জুবের। এর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয় অল্ট নিউজের প্রতিষ্ঠাতাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *