সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে কাঁপছে পাকিস্তান। পিএসএলের পর আরও তিনটি ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করল পাকিস্তান। পাকিস্তানের পরিস্থিতির কথা মাথায় রেখে পিসিবি এক বিবৃতি জারি করে টুর্নামেন্টগুলি বাতিলের কথা নিশ্চিত করেছে।
এই তিন প্রতিযোগিতা হল – প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, রিজিওনাল ইন্ট্রা-ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ কাপ এবং ইন্টার-ডিস্ট্রিক্ট অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পিএসএল স্থগিত হওয়ার পরেই পিসিবি’র তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘প্রতিযোগিতাগুলি যে পর্যায়ে স্থগিত হয়েছে, ঠিক সেখান থেকেই আবার শুরু হবে। নতুন সময়সূচি পরিস্থিতি অনুকূল এলেই ঘোষণা করা হবে।’ উল্লেখ্য, গত শুক্রবার ৮ ম্যাচ বাকি থাকা অবস্থায় অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত হওয়ার কথা ঘোষণা করে পাকিস্তান বোর্ড। আর এবার আরও তিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিতের পথে হাঁটল পিসিবি।
পিএসএল তো বটেই, চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের পাকিস্তান সফরে আসার কথা। যদিও বিসিবি আদৌ বাংলাদেশ ক্রিকেট দলকে পাক সফরে পাঠাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। জানা গিয়েছে, এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। সূত্রের খবর, বিসিবি কর্তারা এই সফর নিয়ে পিসিবি’র সঙ্গে আলোচনা করছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডও নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় চেয়েছে। আসলে পহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাতে রীতিমতো কোণঠাসা পাকিস্তান। এমন আবহে ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে আরও তিন ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত না করা ছাড়া আর রাস্তাও নেই তাদের কাছে।