অপারেশন সিঁদুরের কথা পাকিস্তানকে আগেই জানান জয়শংকর! কে অধিকার দিল? প্রশ্ন রাহুলের

অপারেশন সিঁদুরের কথা পাকিস্তানকে আগেই জানান জয়শংকর! কে অধিকার দিল? প্রশ্ন রাহুলের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের কথা আগেই জানত পাকিস্তান! বিদেশমন্ত্রী এস জয়শংকরের একটি বক্তব্য নিয়ে দিন দুই ধরে জোর চর্চা চলছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিও হাতিয়ার করেই এবার সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করালেন রাহুল। প্রশ্ন তুললেন, জয়শংকরকে এই অধিকার কে দিল?

এক্স হ্যান্ডেলে জয়শংকরের একটি বক্তব্যের ক্লিপ পোস্ট করেছেন রাহুল। তাতে বিদেশমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “অপারেশনের শুরুতেই আমরা পাকিস্তানকে জানিয়েছিলাম, আমরা জঙ্গিদের উপর হামলা চালাব। সেনা বা সেনা পরিকাঠামোয় নয়। তাই আপনারা এসবের থেকে দূরে থাকুন। কিন্তু পাকিস্তান সেই সুপরামর্শ নেয়নি।” রাহুলের বক্তব্য, যদি এভাবে সেনার অপারেশনের আগেই শত্রুদেশকে জানিয়ে দেওয়া হয়, তাহলে সেটা অপরাধ। বিরোধী দলনেতার প্রশ্ন, “বিদেশমন্ত্রীকে এই অপরাধ করার অধিকার দিল কে?” একই সঙ্গে রাহুল প্রশ্ন তুলেছেন, “এভাবে তথ্য আগাম জানিয়ে দেওয়ার জন্য ভারতের কটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে?”

রাহুলের এই পোস্টের আগেই অবশ্য বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, “বিদেশমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলছেন, তিনি পাকিস্তানকে সতর্ক করছিলেন অপারেশন সিঁদুরের শুরুর দিকে। সেটাকেই চালানো হচ্ছে অপারেশন সিঁদুরের আগে সতর্ক করা হয়েছে বলে।”পিআইবির তরফ থেকেও ফ্যাক্ট চেক করে আগেই বলা হয়েছে, জয়শংকরের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সেই পোস্ট শেয়ার করে বিজেপির দাবি, “রাহুল গান্ধী ফেক নিউজ ছড়াচ্ছেন।”

বস্তুত, পহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুর পর্যন্ত সরকারের পাশেই ছিল বিরোধীরা। কিন্তু আচমকাই যুদ্ধবিরতি ঘোষণার পর বিরোধী শিবিরও সম্ভবত ভোলবদল করছে। পান থেকে চুন খসলেই এবার সরকারকে নিশানা করা শুরু বিরোধীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *