অপহরণ করে বধূকে ধর্ষণ! ওড়নার ফাঁসে ‘খুনের চেষ্টা’, জয়নগরে ব্যাপক চাঞ্চল্য

অপহরণ করে বধূকে ধর্ষণ! ওড়নার ফাঁসে ‘খুনের চেষ্টা’, জয়নগরে ব্যাপক চাঞ্চল্য

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দেবব্রত মণ্ডল, বারুইপুর: সরস্বতী পুজোর দিন মাঠ থেকে গৃহবধূর প্রায় বিবস্ত্র দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জাঙ্গালিয়ার ঘটনা। নির্যাতিতার দাবি, ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় তাঁকে। আপাতত ওই বধূ হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে নেমেছে জয়নগর থানার পুলিশ।

রবিবার সকালে পথচলতি মানুষজন জাঙ্গালিয়া গ্রামে একটি মাঠে মহিলার গোঙানির শব্দ পান। শব্দ শুনে ওই এলাকায় যান। দেখেন মাঠের মধ্যে বধূ পড়ে রয়েছেন। তাঁর গায়ে পোশাক ছিল না বললেই চলে। গলায় ওড়না জড়ানো। রক্তে ভেসে যাচ্ছে শরীর। কথাও ঠিক করতে বলতে পারছিলেন না তিনি। কোনওক্রমে ওই মহিলাকে স্থানীয়রা উদ্ধার করেন। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাই তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন বধূ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা মগরাহাটের বাসিন্দা। অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়। জাঙ্গালিয়া গ্রামে তাঁকে ধর্ষণ করা হয়। তারপর তাঁর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় সাব্বির নামে এক ব্যক্তি জড়িত বলেই খবর। তবে ওই বধূর সঙ্গে সাব্বিরের সম্পর্ক এখনও স্পষ্ট নয়। কী কারণেই বা তাঁকে অপহরণ করা হল, কেনই বা ধর্ষণ করে খুনের চেষ্টা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এবং বধূর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার কিনারা করার চেষ্টায় তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *