অপহরণের পর তরুণীকে ৬ মাস ধরে গণধর্ষণ! ওড়িশায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

অপহরণের পর তরুণীকে ৬ মাস ধরে গণধর্ষণ! ওড়িশায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে অপহরণ। তারপর টানা ছ’মাস ধরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্যাতিতার অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে তাঁকে বাড়ির সামনে থেকেই অপহরণ করে একদল যুবক। নিয়ে যাওয়া হয় ময়ূরভঞ্জ জেলার বারিপাদা এলাকায়। এরপর সেখানেই তাঁকে টানা ছ’মাস রাখা হয়। অভিযোগ, সেই সময়তেই একাধিক যুবক তাঁকে লাগাতার ধর্ষণ করে। পাশাপাশি, তাঁকে শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ করেছেন তরুণী। সম্প্রতি কোনও মতে তিনি সেখান থেকে পালাতে সক্ষম হন। তারপর সোজা চলে আসেন ভোগরাই থানায়। কিন্তু কে বা কারা তাঁকে অপহরণ করেছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিতাকে বালেশ্বরের একটি রিহ্যাব কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে ভোগরাই থানার পুলিশ আধিকারিক রোহিত কুমার বল বলেন, “গত মার্চ মাসে তরুণীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, তাঁর মেয়ে এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। সঙ্গে প্রায় ৩ লক্ষ টাকার গয়নাও নিয়ে গিয়েছে। তারপর থেকে আমরা ওই তরুণীর খোঁজ করছিলাম।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *